Advertisement
E-Paper

ভোটকর্মীদের দৈনিক ভাতা বাড়িয়ে দিল নির্বাচন কমিশন, খাবার খরচ বৃদ্ধি করা হল ভোটের নিরাপত্তারক্ষীদেরও

ভোটকর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করল নির্বাচন কমিশন। ভোট পরিচালনার দায়িত্বে থাকা সরকারি আধিকারিকদের সাম্মানিকও বৃদ্ধি করা হল। একই সঙ্গে ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী, হোম গার্ড, স্বেচ্ছাসেবকদের খাওয়ার খরচ বৃদ্ধি করল কমিশন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১৫:৫৫
ভোটকর্মীদের দৈনিক ভাতা বৃদ্ধি করল নির্বাচন কমিশন

ভোটকর্মীদের দৈনিক ভাতা বৃদ্ধি করল নির্বাচন কমিশন —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভোটকর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করল নির্বাচন কমিশন। ভোট পরিচালনার দায়িত্বে থাকা সরকারি আধিকারিকদের সাম্মানিকও বৃদ্ধি করা হল। একই সঙ্গে ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী, হোম গার্ড, স্বেচ্ছাসেবকদের খাওয়ার খরচ বৃদ্ধি করল কমিশন।

এত দিন প্রিসাইডিং অফিসার এবং গণনা পর্যবেক্ষকেরা দৈনিক ৩৫০ টাকা পারিশ্রমিক পেতেন। এ বার তাঁদের পারিশ্রমিক বেড়ে হচ্ছে ৫০০ টাকা অথবা এককালীন ২০০০ টাকা। পোলিং অফিসারদের দৈনিক পারিশ্রমিক ২৫০ টাকা থেকে বেড়ে ৪০০ হচ্ছে। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজে নিযুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীরা এ বার ৩৫০ টাকা পাবেন। আগে তাঁদের এক দিনের পারিশ্রমিক ছিল ২০০ টাকা। পারিশ্রমিক বাড়ছে ফ্লাইং স্কোয়াডের সদস্য, মাইক্রো অবসার্ভার এবং ভিডিয়ো মাধ্যমে নজরদারি চালানো ভোটকর্মীদেরও।

এত কাল ভোটের দিনে নিরাপত্তার কাজে মোতায়েন করা পুলিশকর্মী, হোমগার্ডেরা খাওয়ার খরচ হিসাবে ১৫০ টাকা পেতেন। এ বার তাঁরা ওই বাবদ পাবেন ৫০০ টাকা। ভোটের দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকদের সাম্মানিক বৃদ্ধির কথাও জানিয়েছে কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, ২০১৪ থেকে ২০১৬-র মধ্যে শেষ বার ভোটকর্মীদের পারিশ্রমিক কিংবা সাম্মানিক বৃদ্ধি করা হয়েছিল।

বিহারের ভোটার তালিকার সাম্প্রতিক ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (এসআইআর)-পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ‘বুথ লেভেল আধিকারিক’ (বিএলও)-রা। আগামী দিনে দেশের প্রতিটি রাজ্যেই পর্যায়ক্রমে সংশোধিত ভোটার তালিকা প্রস্তুত করার উদ্দেশ্যে এসআইআর চালু করা হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এই আবহে কয়েক দিন আগেই বিএলও-দের বার্ষিক ভাতা ৬০০০ থেকে বাড়িয়ে ১২০০০ টাকা করার কথা জানায় কমিশন।

ECI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy