Advertisement
E-Paper

হাজিরায় ৭ দিন রেহাই দীনেশের

আত্মপক্ষ সমর্থনের জন্য তাঁকে তলব করেছে ২১ জুলাই কমিশন। তবে আপাতত সাত দিন প্রাক্তন আইপিএস অফিসার দীনেশ বাজপাইকে কমিশনে হাজির হতে হবে না বলে বুধবার জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এ দিনই কমিশনে নিজের বক্তব্য পেশের নির্দেশ দিয়ে ওই প্রাক্তন পুলিশকর্তার কাছে সমন পাঠানো হয়েছিল। সেই সমনকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান বাজপাই। কমিশনের সমনের উপরে ২৬ নভেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দেন বিচারপতি নাদিরা পাথেরিয়া।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৪ ০৩:৩৯

আত্মপক্ষ সমর্থনের জন্য তাঁকে তলব করেছে ২১ জুলাই কমিশন। তবে আপাতত সাত দিন প্রাক্তন আইপিএস অফিসার দীনেশ বাজপাইকে কমিশনে হাজির হতে হবে না বলে বুধবার জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এ দিনই কমিশনে নিজের বক্তব্য পেশের নির্দেশ দিয়ে ওই প্রাক্তন পুলিশকর্তার কাছে সমন পাঠানো হয়েছিল। সেই সমনকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান বাজপাই। কমিশনের সমনের উপরে ২৬ নভেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দেন বিচারপতি নাদিরা পাথেরিয়া।

১৯৯৩ সালের ২১ জুলাই ধর্মতলা-চত্বরে যুব কংগ্রেসের আন্দোলনে পুলিশ গুলি চালালে ১৩ জনের মৃত্যু হয়। বাজপাই তখন ছিলেন কলকাতা পুলিশের ডিসি (সদর)। কমিশনের সমনকে চ্যালেঞ্জ করে ওই প্রাক্তন পুলিশ অফিসার হাইকোর্টের দ্বারস্থ হলেন কেন?

বাজপাইয়ের আইনজীবী শক্তিনাথ মুখোপাধ্যায় ও ময়ূখ মৈত্র জানান, গত ২৭ অক্টোবর কমিশন পক্ষ থেকে তাঁদের মক্কেলের কাছে নোটিস পাঠিয়ে বলা হয়, ’৯৩ সালের ২১ জুলাই ধর্মতলা-চত্বরে কর্তব্যরত তিন পুলিশ অফিসার কমিশনের কাছে তাঁর (বাজপাইয়ের) বিরুদ্ধে কয়েকটি অভিযোগ করেছেন। বাজপেয়ী ওই তিন জনকে জেরা করতে চান কি না, তা জানতে চেয়েছিল কমিশন। কৌঁসুলিরা জানান, বাজপাই ৭ নভেম্বর কমিশনকে জানিয়ে দেন, তিনি জেরা করতে চান। ওই তিন জন তাঁর বিরুদ্ধে কী অভিযোগ করেছেন, তা তাঁকে লিখিত ভাবে জানানো হোক।

কমিশন সূত্রের খবর, বাজপাই চিঠিতে উল্লেখ করেন, তত্‌কালীন কংগ্রেস নেতা তথা বর্তমান তৃণমূল সাংসদ সৌগত রায় কমিশনে সাক্ষ্য দিলেও তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি। তার পরেই কমিশন সমন পাঠিয়ে বাজপাইকে জানায়, তিনি প্রাক্তন তিন পুলিশ অফিসারকে জেরা করতে পারবেন না। ১৯ নভেম্বর বেলা সাড়ে ১২টায় তাঁকে কমিশনে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থন করতে হবে।

গুলি চালানোর ঘটনায় এগ্‌জিকিউটিভ ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করেছিলেন বাজপাই। সেই তদন্ত করার মতো দক্ষতা তাঁর ছিল কি না, বাজপাইয়ের কাছে তা জানতে চেয়েছিল কমিশন। রাজ্য জানিয়েছে, সে-দিনের ঘটনার ফাইল মিলছে না। ফাইল না-পাওয়ার জন্য দায়ী কে, কমিশন ওই প্রাক্তন পুলিশকর্তার কাছে তা-ও জানতে চায়।

বাজপাই হাইকোর্টে আবেদনে জানান, এগ্‌জিকিউটিভ ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের দক্ষতা তাঁর ছিল কি না, তা জানতে চাওয়ার অধিকার নেই কমিশনের। আর ফাইল না-মেলার জন্য কে দায়ী, বাজপাই তা কী করে জানবেন? সংবাদপত্রে প্রকাশিত কমিশনের চেয়ারম্যান সুশান্ত চট্টোপাধ্যায়ের একটি সাক্ষাত্‌কারের প্রতিলিপিও দেওয়া হয় আবেদনের সঙ্গে। ওই সাক্ষাত্‌কারে সুশান্তবাবু বলেছিলেন, তাঁদের কাজ প্রায় শেষ। শীঘ্রই রায় দেওয়া হবে। আবেদনে প্রশ্ন তোলা হয়, বাজপাই তিন অভিযোগকারীকে জেরা করার আগেই কমিশন কি কাজ শেষ করতে পারে?

ফের শুনানি ২৫ নভেম্বর।

21st july commision dinesh bajpai High court inform dharmatala Ex IPS appearing state news online news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy