Advertisement
E-Paper

ফিরছেন কংগ্রেসেই, জানালেন শম্পা

তৃণমূল প্রথমেই তাদের প্রার্থীর নাম জানিয়ে দিয়েছে। বিজেপি-ও ঘোষণা করেছে। কিন্তু, বাঁকুড়া কেন্দ্রে বাম-কংগ্রেস জোটের প্রার্থী কে, জানা গেল না আজও। বামফ্রন্টের প্রার্থী তালিকায় বাঁকুড়ার নাম নেই বলে ধরেই নেওয়া যাচ্ছে কংগ্রেস এখানে প্রার্থী দেবে। কিন্তু, প্রদেশ কংগ্রেসের তরফে সেই নাম এখনও না জানানোয় জোটের কর্মীরা কিছুটা হতোদ্যোম হয়ে পড়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৬ ০২:১৪

তৃণমূল প্রথমেই তাদের প্রার্থীর নাম জানিয়ে দিয়েছে। বিজেপি-ও ঘোষণা করেছে। কিন্তু, বাঁকুড়া কেন্দ্রে বাম-কংগ্রেস জোটের প্রার্থী কে, জানা গেল না আজও। বামফ্রন্টের প্রার্থী তালিকায় বাঁকুড়ার নাম নেই বলে ধরেই নেওয়া যাচ্ছে কংগ্রেস এখানে প্রার্থী দেবে। কিন্তু, প্রদেশ কংগ্রেসের তরফে সেই নাম এখনও না জানানোয় জোটের কর্মীরা কিছুটা হতোদ্যোম হয়ে পড়েছেন।

এমনই অবস্থায় জোট-প্রার্থী নিয়ে বিভিন্ন মহলের জল্পনাকে উস্কে দিয়ে তৃণমূল থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী শম্পা দরিপা জানালেন, তিনি তাঁর পুরনো দল কংগ্রেসেই ফিরবেন! বিষয়টি নিয়ে তিনি বাঁকুড়া জেলা কংগ্রেসের পর্যবেক্ষক তথা দলের পুরুলিয়া জেলা সভাপতি নেপাল মাহাতোর সঙ্গে কথাও বলেছেন। নেপালবাবু রবিবার বলেন, “শম্পাদেবী আমার সঙ্গে যোগাযোগ করেছেন। দলে আসতে চেয়েছেন। বাঁকুড়া জেলা কংগ্রেসের সভাপতি জোট প্রার্থী হিসেবে তাঁর নাম শীর্ষ নেতৃত্বের কাছে পাঠিয়েছেন বলেই আমি জানি।’’

ছাত্রজীবন থেকেই কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন শম্পাদেবী। ২০০০ সালের পুরসভা নির্বাচনের আগে দলত্যাগ করে তৃণমূলে যোগ দিয়ে ভোটে লড়েন তিনি। এ বার বিধানসভা ভোটে তৃণমূল টিকিট না দেওয়ায় বাঁকুড়া কেন্দ্রে শম্পাদেবী জোট প্রার্থী হচ্ছেন বলে জল্পনা চলছিল কিছুদিন ধরেই। নিজের স্কুলডাঙার বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকেও কিছু দিন আগে তৃণমূলের পতাকা, ফেস্টুন খুলে দিয়েছিলেন শম্পাদেবী। এই পরিস্থিতিতেই শনিবার ‘দলবিরোধী’ কাজ করার অভিযোগ তুলে জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী শম্পাদেবীকে আনুষ্ঠানিক ভাবে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন দলের জেলা সভাপতি অরূপ খাঁ। শম্পাদেবী রবিবার বলেন, “আমাকে জোট প্রার্থী করা হোক বা না হোক, আমি কংগ্রেসেই ফিরে যাচ্ছি। এই জেলায় কংগ্রেসের সংগঠন জোরদার করাই আমার প্রথম লক্ষ্য।’’

জেলার বিভিন্ন প্রান্তে তাঁর অনুগামী রয়েছেন। এই ঘটনার পরে তাঁরাও ফোন করে পাশে থাকার আশ্বাস দিচ্ছেন বলেও জানিয়েছেন বাঁকুড়ার এই প্রাক্তন পুরপ্রধান।

তবে, এখনও প্রার্থীদের নাম ঘোষণা না হওয়ায় জেলা কংগ্রেসের কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। বাঁকুড়া, বিষ্ণুপুর ও কোতুলপুরে জোটের তরফে কংগ্রেসের প্রার্থী দেওয়ার কথা। কংগ্রেস কর্মীদের ক্ষোভ, ভোটের দামামা বেজে গিয়েছে। অন্য দলের প্রার্থীরা পুরদস্তুর প্রচারেও নেমে পড়েছেন। দেওয়াল লিখন পর্ব অনেক দিন আগেই সারা হয়ে গিয়েছে তাদের। কিন্তু, প্রার্থী ঘোষণা না হওয়ায় প্রথম পর্বের প্রচারে কংগ্রেস অনেকটা পিছিয়ে গিয়েছে।

বাঁকুড়া শহরের একাধিক কংগ্রেস কর্মীর কথায়, “না দেওয়াল লিখতে পারছি, না প্রচারে বের হতে পারছি। উল্টে, তৃণমূল ও বিজেপি প্রার্থীরা এলাকায় এলাকায় ঘুরে প্রচার শুরু করে দিয়েছেন। এখনও প্রার্থী ঘোষণা না হওয়ায় ভোটটাও ফিকে লাগছে।’’ জেলা কংগ্রেস নেতা অরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরাও অপেক্ষায় রয়েছি। কর্মীরা তৈরি। প্রার্থীর নাম ঘোষণা হলেই জোরকদমে প্রচার ও প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ব আমরা।’’

বাঁকুড়ার তৃণমূল প্রার্থী মিনতি মিশ্র দিনভর কর্মিসভা করেছেন শহরের কয়েক’টি ওয়ার্ডে। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার এ দিন দলীয় কাজে কলকাতায় ছিলেন তিনি। বিকেলে অবশ্য বাঁকুড়ায় ফিরেই বঙ্গ বিদ্যালয়ে দলীয় কর্মী ও কার্যকর্তাদের নিয়ে তিনি বৈঠকে বসেন।

TMC congress candidate
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy