Advertisement
২৬ মে ২০২৪
৫ বছর পরে খুলল শ্রীরামপুরের কারখানা

বিদ্যুৎ সংযোগ মিলতেই শুরু যন্ত্র পরীক্ষা

পুজোর মুখে ফের চাকা ঘুরতে শুরু করল শ্রীরামপুরে রাজ্য সরকারের পরিচালনাধীন সুতোকলের। টানা পাঁচ বছর বন্ধ ছিল ‘ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ স্পিনিং মিল’ নামে এই সুতোকল। কারখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই সুতোকল পুনরুজ্জীবনের জন্য ৪০ কোটি টাকা মঞ্জুর হয়েছে।

ঝোপ-জঙ্গল কেটে পরিষ্কার করা হয়েছে কারখানা চত্বর। ছবি: প্রকাশ পাল।

ঝোপ-জঙ্গল কেটে পরিষ্কার করা হয়েছে কারখানা চত্বর। ছবি: প্রকাশ পাল।

নিজস্ব সংবাদদাতা
শ্রীরামপুর শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০২:১২
Share: Save:

পুজোর মুখে ফের চাকা ঘুরতে শুরু করল শ্রীরামপুরে রাজ্য সরকারের পরিচালনাধীন সুতোকলের।

টানা পাঁচ বছর বন্ধ ছিল ‘ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ স্পিনিং মিল’ নামে এই সুতোকল। কারখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই সুতোকল পুনরুজ্জীবনের জন্য ৪০ কোটি টাকা মঞ্জুর হয়েছে। প্রাথমিক কাজও শুরু হয়েছে। ধাপে ধাপে আমূল সংস্কার করা হবে। শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় বলেন, ‘‘বিশ্বকর্মা পুজোর দিন‌ পুরনো যন্ত্রগুলি সব চালানো হবে। তাতেই বোঝা যাবে কোনগুলি ভাল আছে।’’

মিলের এক আধিকারিক জানান, কিছু যন্ত্র দিয়ে কাজ করা যাবে। সেগুলি দিয়ে যতটুকু সম্ভব উৎপাদন চালানো হবে। অকেজো যন্ত্র বাতিল করা হবে। তার পরিবর্তে উন্নত যন্ত্রপাতি কেনা হবে। ওই মিলকর্তা বলেন, ‘‘কোন যন্ত্র বদলাতে হবে, তার পরিবর্তে কী ধরনের যন্ত্র আনতে হবে তার আলোচনা করা হচ্ছে। পাশাপাশি কারখানার শেডের সম্প্রসারণ এবং সংস্কারের কাজও চলবে। প্রশাসনিক ভবনও নতুন করে তৈরি হবে। এই প্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষ।’’

এই সুতোকলটি শ্রীরামপুরের রাজ্যধরপুর পঞ্চায়েতের সিমলায় মধ্যে পড়ে। দিল্লি রোডের ধারে ৩৩ বিঘা জমিতে সুতোকলটি তৈরি হয় কয়েক দশক আগে। অভিযোগ, কর্তৃপক্ষের অদক্ষতা এবং তৎকালীন সরকার নজরদারির অভাবে সুতোকলটি ধুঁকতে থাকে। পুরনো যন্ত্রপাতি দিয়ে চাহিদা এবং গুণমানের ভারসাম্য রক্ষা করা যায়নি। বাজারে কয়েক কোটি টাকা দেনা হয়ে যায়। শ্রমিকদের বেতন বকেয়া পড়ে যায়। প্রচুর টাকা বিদ্যুৎ বিল বাকি পড়ায় সংযোগ কেটে দেওয়া হয়। তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পরে ২০১১ সালের ২ জুলাই সুতোকলটি বন্ধ হয়ে যায়। উৎপাদন চালু এবং বকেয়া মেটানোর দাবিতে শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। কারখানা বন্ধ হওয়ার সময় সেখানে পাঁচ শতাধিক শ্রমিক ছিলেন। এর মধ্যেই সুতোকলটির পুনরুজ্জীবনের প্রয়াস শুরু হয়। বছর আড়াই আগে হুগলিতে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিষয়টি তোলেন বিধায়ক সুদীপ্তবাবু। তার পরেই প্রশাসনিক স্তরে নড়াচড়া শুরু হয়। সুতোক‌ল বন্ধ থাকা অবস্থায় শ্রমিকদের বসিয়ে মাইনে দেওয়া হয়। গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডের টাকাও মেটানো হয়।

প্রশাসন সূত্রের খবর, মঞ্জুর হওয়া টাকার মধ্যে কারখানার মেরামতিতে খরচ হবে প্রায় ৬ কোটি টাকা। যন্ত্রপাতির জন্য ২৮ কোটি টাকা। সুতোকলটির পরিচালন সমিতির চেয়ারম্যান পিনাকী ভট্টাচার্য জানান, কেন্দ্র সরকারের টেক্সটাইল দফতরের অধীন ‘ন্যাশনাল কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন’ (এনসিডিসি) ৩৬ কোটি টাকা রাজ্য সরকারকে ঋণ দিচ্ছে। প্রকল্পের ১০% টাকা অর্থাৎ ৪ কোটি দিচ্ছে রাজ্য। পিনাকীবাবুর দাবি, ‘‘পুরো টাকাই মঞ্জুর হয়েছে। প্রাথমিক পর্যায়ের কাজ শুরুও হয়ে গিয়েছে। উন্নতমানের যন্ত্রপাতি আনা হবে।’’ ওই সুতোকলের টেকনিক্যাল ম্যানেজার চন্দন ভাদুড়ি জানান, গত কয়েক মাস ধরে এখানে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। দীর্ঘদি‌ন বন্ধ থাকায় গোটা চত্বর ঝোপ-জঙ্গলে ভরে গিয়েছিল। শেড জীর্ণ হয়ে পড়ে। অনেক যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ে। শ্রমিকেরা ইতিমধ্যেই ঝোপ-জঙ্গল পরিষ্কার করে ফেলেছে‌ন। রাজ্য বিদ্যুৎ বণ্টন‌ কোম্পানিকে ৮৮ লক্ষ টাকা বিদ্যুতের বকেয়া বিল মেটানো হয়েছে। কেটে দেওয়া বিদ্যুৎ সংযোগ দিন কয়েক আগে জুড়ে দেওয়া হয়েছে। তার পরেই পরীক্ষামূলক ভাবে পুরনো যন্ত্রপাতি চালানোর কাজ শুরু হয়।

তবে গত পাঁচ বছরে অনেক শ্রমিক অবসর নিয়েছেন। এখন শ্রমিক সংখ্যা ৪১৩ জন। আগামী চার বছরে সেই সংখ্যা আরও অনেকটাই কমে যাবে। এক মিলকর্তা বলেন, ‘‘অনেকেই অবসরের দোড়গোড়ায় আছেন। স্বাভাবিক নিয়মেই শ্রমিকের সংখ্যা কমে যাবে। তাই কর্মী সংকোচ‌নের দরকার হবে না। পরে প্রয়োজন হলে শ্রমিক নিয়োগের ব্যাপারে ভাবনাচিন্তা করা হবে।’’ ওই আধিকারিকের কথায়, ‘‘দুর্দিন পিছনে ফেলে ফের ভাল ভাবে মিল চালানোটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। নতুন ভাবে কাজ করতে এবং উন্নত যন্ত্রপাতি সম্পর্কে ধ্যানধারণা বাড়াতে শ্রমিকদের প্রশিক্ষিত করতে হবে।’’

কী বলছেন শ্রমিকেরা? আজ শনিবার বিশ্বকর্মা পুজো। তাই শুক্রবার শ্রমিকদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে। তারই ফাঁকে শ্রমিক রফিকুল ইসলাম, বৈদ্যনাথ ঘোষ বললেন, ‘‘গত কয়েক বছর নমো নমো করে পুজো হচ্ছিল। এ বার ফের হইহই করে হচ্ছে। আবার ঘটাং ঘটাং করে মেশিন ঘুরবে যে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mill Serampore
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE