Advertisement
E-Paper

টিটাগড়ে ‘পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন’, ভুয়ো খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

পরে জানা যায়, টিটাগড় ইয়ুথ ফোরাম নামের ওই সংগঠনটি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে এক কবি সম্মেলনের আয়োজন করেছে। সেই অনুষ্ঠানেরই নাম ‘জশন ই আজাদি’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৮ ২১:১৭
এই ছবিকে কেন্দ্র করেই ছড়ায় ভুয়ো খবর। নিজস্ব চিত্র।

এই ছবিকে কেন্দ্র করেই ছড়ায় ভুয়ো খবর। নিজস্ব চিত্র।

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে একটি সংগঠন ‘পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন’ করছে। এমন একটি খবরে গত কয়েক দিন তোলপাড় সোশ্যাল মিডিয়া। কিন্তু, এই খবর সত্যি নয়।

পুরো বিষয়টির কেন্দ্রে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, রাস্তার পাশে একটা তোরণ। তার গায়ে ১৪ অগস্ট ‘জশন ই আজাদি’ পালন করার পোস্টার লাগানো। ১৪ অগস্টই পাকিস্তানের স্বাধীনতা দিবস। তাই অনেকেই এই সুযোগে সেটিকে ‘পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন’ করা হচ্ছে বলে প্রচার শুরু করে। কিছু ক্ষণের মধ্যেই তা সারা দেশে ভাইরাল হয়ে যায়।

পরে জানা যায়, টিটাগড় ইয়ুথ ফোরাম নামের ওই সংগঠনটি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে এক কবি সম্মেলনের আয়োজন করেছে। সেই অনুষ্ঠানেরই নাম ‘জশন ই আজাদি’। এই নিয়ে দ্বিতীয় বছরে পড়ল ওই অনুষ্ঠান। সংগঠনের সভাপতি খুররম খান জানিয়েছেন, সারা রাত কবিতা পাঠের পর এ বছর ভারতের পতাকা উত্তোলন করবেন বিখ্যাত শায়ের ইমরান প্রতাপগড়ি। সাংস্কৃতিক জগতের বিভিন্ন মানুষজনের পাশাপাশি স্থানীয় বিধায়ক শীলভদ্র দত্তও তাঁদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে দাবি করা হয়েছে ওই সংগঠনের তরফে। মঙ্গলবার তাঁদের মঞ্চ থেকেই কন্যাশ্রী প্রকল্পের সরকারি একটি অনুষ্ঠানও হয়েছে।

টুইটারে মহেশ বিক্রম হেগড়ে নামে এক জন ওই ছবি প্রথম টুইট করেন বলে জানা গিয়েছে। সেই ছবিকে হাতিয়ার করেই এই ভুয়ো খবর ছড়িয়ে পড়ে চার দিকে। অবশ্য এই প্রথম নয়, এর আগেও ওই ব্যক্তি একাধিক ভুয়ো খবর ছড়ানোর দায়ে অভিযুক্ত।

যদিও টুইটটি করার আগে সম্ভবত তিনি নিজেও ভাল করে সব কিছু নজর করেননি। কারণ পোস্টারটি ভারতের পতাকার রং দিয়েই বানানো হয়েছিল। তা দেখলেই নিশ্চিত হওয়া যেত, এটি ‘পাকিস্তানের স্বাধীনতা দিবস’ উদযাপনের কোনও অনুষ্ঠান নয়।

Fake News Independence Day Pakistan Titagarh India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy