‘‘আমরা ২৩৫, ওরা ৩০।’’ বছর ১৫ আগে এমনটা বলেছিলেন বাম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু আজ তাঁদের ‘আমরা’ বলার কেউ নেই। পশ্চিমবঙ্গ বিধানসভা ভবন দেখল স্বাধীন ভারতের প্রথম কোনও অধিবেশন যেখানে একজনও ‘আমি বাম’ বলার মতো নেই। শুধু তাই নয়, ‘আমি আছি’ বলে হাত তুলতে পারলেন না কোনও কংগ্রেস বিধায়কও। হাত ধরাধরি করে ভোটে লড়া বাম ও কংগ্রেস দুই শিবিরেরই ঝুলি শূন্য। কংগ্রেসও এ রাজ্যে বিধানসভার ইতিহাসে প্রথম বার শূন্যস্থানে।
বুদ্ধদেবের আগে এই বিধানসভা দেখেছে জ্যোতি বসুর দাপট। দেখেছে সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তীদের। আবার বাম রেজ্জাক মোল্লাকে তৃণমূল হয়ে যেতেও দেখেছে। কিন্তু এমন শূন্যতা দেখেনি।
বাংলায় প্রাক্-স্বাধীনতা পর্বেই বামেদের প্রবেশ ঘটে গিয়েছিল নির্বাচিত প্রাদেশিক আইনসভায়। ১৯৪৬ সালের নির্বাচনে জেতেন জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ এবং রূপনারায়ণ রায়। স্বাধীনতা পরবর্তী প্রথম বিধানসভা নির্বাচন হয় ১৯৫১ সালে। সে বার ২৮টি আসনে জেতে সিপিআই। ফরওয়ার্ড ব্লকের ২টি গোষ্ঠী ১৩টি আসন পায়। তার পর থেকে ক্রমশ বাড়তেই থাকে বামেদের শক্তি। ১৯৬৪ সালে সিপিআই ভেঙে সিপিএম তৈরির পরও কিন্তু বিভিন্ন বাম দলগুলির মোট আসন কমেনি। ব্যতিক্রম ১৯৭২ সাল। ওই ভোটের স্বচ্ছতা নিয়ে অবশ্য অনেক প্রশ্ন রয়েছে।