Advertisement
E-Paper

পুরনো তালুকে অচেনা ভারতী

কি দ্রুত বদলে যাওয়া ভূমিকায় নিজেকে মানিয়ে নিচ্ছেন ভারতী!

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৯ ০৩:২৯
দু’জনে: কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে ভারতী ঘোষ। বৃহস্পতিবার ঝাড়গ্রামে। ছবি: দেবরাজ ঘোষ

দু’জনে: কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে ভারতী ঘোষ। বৃহস্পতিবার ঝাড়গ্রামে। ছবি: দেবরাজ ঘোষ

ভূমিকা বদল। বদল আচরণেও!

বিজেপি নেত্রী হিসাবে তাঁর পুরনো জায়গা ঝাড়গ্রামে বৃহস্পতিবার প্রথম এলেন জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। তাঁর কথা বলার ধরন, আলাপচারিতার ভঙ্গি নিয়ে চর্চা চলল পুলিশ এবং রাজনৈতিক মহলের একাংশে। মূল সুর একটাই—তবে কি দ্রুত বদলে যাওয়া ভূমিকায় নিজেকে মানিয়ে নিচ্ছেন ভারতী!

পুলিশ সূত্রের খবর, পুলিশ সুপার থাকাকালীন জেলার রাজনৈতিক নেতাদের হামেশাই ডেকে পাঠাতেন ভারতী। কথা বলায় থাকত না কোনও ঢাক ঢাক গুড় গুড়। অল্প কথা আর বলার ধরনেই বুঝিয়ে দিতেন অনেক কিছু। জংলা পোশাক পরা সেই ভারতীয় এ দিন ছিল অন্য রূপ। নীল জিনস্‌, মেরুন লং টপ, হালকা গোলাপি জ্যাকেট আর কালো-ছাই রঙা স্কার্ফে ভারতী এ দিন ঝাড়গ্রাম পৌঁছন বেলা ১২টা নাগাদ। সঙ্গে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। উপলক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ভারত কি মন কি বাত, কার্যকর্তা কি সাথ’ কর্মসূচিতে যোগ। দলীয় কার্যালয়ের বাইরে বড় পর্দায় কর্মীদের অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা হয়েছিল। একই রকম বড় পর্দা ছিল কার্যালয়ের ভিতরে। সেখানেই ছিল সরাসরি মোদীর সঙ্গে কথা বলার ব্যবস্থা। সভাঘরের সামনে সারিতে বসেন ভারতী। একপাশে কৈলাস, অন্যপাশে বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় শতপথী।

মোদীর অনুষ্ঠান শুরুর তখনও কিছুটা বাকি। সুখময়ের সঙ্গে ভারতীকে খোশমেজাজে কথা বলতে দেখা যায়। আলোকচিত্রীরা ছবি তোলার সময় ইশারায় ভারতী তাঁর সঙ্গে কৈলাসের ছবি তোলার ইঙ্গিত করেন। একদা ভারতী-ঘনিষ্ঠেরা বলছেন, ‘ম্যাডামকে এ ভাবে আগে দেখিনি।’ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজনীতিকের মতোই ভারতী বলেছেন, ‘‘এখানে এসে মনে হচ্ছে পরিবারে ফিরে এসেছি। আমি কোনও উদ্দেশ্য বা পরিকল্পনা নিয়ে আসিনি। পদ বা টিকিটের জন্যও আসিনি।’’

আরও পড়ুন: সেনার আবেগকে কাজে লাগিয়ে বুথে বুথে জয় চাইছেন মোদী!

পুলিশ সুপার থাকাকালীন ভারতীর সঙ্গে থাকতেন দেহরক্ষী। এ দিন অবশ্য কর্মসূচির শেষে শুধু চালককে নিয়ে একাই গাড়িতে ফেরেন তিনি। যাওয়ার আগে জানিয়ে যান, নেতৃত্ব চাইলে তিনি ঝাড়গ্রামে আসবেন। এ দিন মেদিনীপুরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ভারতী ঘোষ দলের একজন কর্মী হিসেবেই কাজ করবেন।

আরও পড়ুন: নিরাপত্তা বাড়ানো হল আরও ১৭ নেতা-মন্ত্রীর

একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘জঙ্গলমহলের মা’ বলেছিলেন ভারতী। তারপর বদলেছে অনেক কিছু। এ দিন ঝাড়গ্রামে ভিডিয়ো কনফারেন্সে মোদী বলেছেন, ‘‘মনে করুন বামপন্থীরা মমতাদিদির সঙ্গে কেমন ব্যবহার করেছিল। আবার মমতাদিদি বামপন্থীদের সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন। দেশের জনতাকে মুর্খ ভাববেন না। ভেজাল জিনিস শরীরের পক্ষে খারাপ। এই ভেজাল জোট দেশকে আইসিউতে পাঠিয়ে দিতে পারে।’’ অন্য কর্মীদের সঙ্গে মোদী মোদী ধ্বনি নিয়ে করতালি দিয়েছেন ভারতী। হাত তুলে বলেছেন, ‘ভারত মাতা কি জয়’।

Bharati Ghosh IPS Jhargram Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy