E-Paper

ছেড়ে ‘ভুল’ করেছিলাম, ফিরে বললেন অভিজিৎ

উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য, এআইসিসি-র দুই সম্পাদক ও রাজ্যে সহ-পর্যবেক্ষক আসফ আলি খান ও অম্বা প্রসাদ প্রমুখ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫৩
এআইসিসি-র পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর ও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে কংগ্রেসে ফিরলেন প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্য়ায়। বিধান ভবনে।

এআইসিসি-র পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর ও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে কংগ্রেসে ফিরলেন প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্য়ায়। বিধান ভবনে। —নিজস্ব চিত্র।

কংগ্রেস ছেড়ে গিয়ে তিনি ‘ভুল’ করেছিলেন বলে কবুল করে নিলেন প্রাক্তন সাংসদ ও বিধায়ক অভিজিৎ মুখোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেও সেই দলে তিনি তেমন ‘সক্রিয় ছিলেন না। শেষ পর্যন্ত বুধবার প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে এ রাজ্যের এআইসিসি-র পর্যবেক্ষক গুলাম আহমেদ মীরের হাত ধরে পুরনো দলে ফিরে এলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য, এআইসিসি-র দুই সম্পাদক ও রাজ্যে সহ-পর্যবেক্ষক আসফ আলি খান ও অম্বা প্রসাদ প্রমুখ।

পুরনো দলে ফের যোগ দিয়ে অভিজিৎ বলেছেন, ‘‘অনেক দিন ধরেই খড়্গে সাহেবের (কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে) সঙ্গে কথা চলছিল। বিভিন্ন কারণে দেরি হল। দ্বিতীয় জন্মদিন আমার আজ! সেই ২০১১ সালে সম্ভবত এই দিনেই যোগ দিয়েছিলাম। কিছু দিনের জন্য ছিলাম না যদিও। যাঁরা চাকরি করেন, বুঝবেন। ‘সাবাটিক্যাল লিভে’ ছিলাম ধরে নিন!’’ ফেরার সুযোগ দেওয়ার জন্য কংগ্রেস নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁর মন্তব্য, ‘‘স্বাধীনতা সংগ্রামীর নাতি হিসেবে অরাজনৈতিক ভুল করেছিলাম কংগ্রেস ছেড়ে। আমি ক্ষমা চাইছি। কংগ্রেস ছেড়ে যাওয়া উচিত হয়নি। যে তিন জনের জন্য কংগ্রেসে ফেরা সম্ভব হল, তাঁরা হলেন সনিয়া, রাহুল এবং প্রিয়ঙ্কা গান্ধী। আর একটা কথা বলতে চাই, কংগ্রেসের কোনও বিকল্প নেই ভারতে। যাঁরা কংগ্রেসে ছিলেন, বা ছেড়ে চলে গিয়েছেন, তাঁদের কাছে পৌঁছনোই আমার কাজ হবে।’’ অভিজিতের হাতে দলের পতাকা তুলে দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর বলেছেন, “বাংলার মানুষের জন্য লড়াই করার ক্ষেত্রে কংগ্রেসের এটা বড় পদক্ষেপ। উনি আমাদের দলে নতুন ভাবে যুক্ত হচ্ছেন। আমাদের নীতি-আদর্শের সঙ্গে যুক্ত ছিলেনই, এখান থেকেই ওঁর যাত্রা শুরু।” খড়্গের নির্দেশেই অভিজিতের ফের দলে ফেরা বলে জানিয়েছেন শুভঙ্কর।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Congress Pranab Mukerjee

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy