Advertisement
০১ মে ২০২৪
Anupam Dutta Murder

Anupam Dutta: নিহত কাউন্সিলার অনুপম দত্তের স্মৃতিতে দুঃস্থদের পাশে তাঁর বন্ধুরা

মার্চ মাসের ১৩ তারিখেই খুন হয়েছিলেন পানিহাটির কাউন্সিলার অনুপম দত্ত।

অনুপম দত্তের স্মৃতিতে শ্রদ্ধানুষ্ঠান।

অনুপম দত্তের স্মৃতিতে শ্রদ্ধানুষ্ঠান। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পানিহাটি শেষ আপডেট: ১৩ মে ২০২২ ২৩:২৩
Share: Save:

মার্চ মাসের ১৩ তারিখেই খুন হয়েছিলেন পানিহাটির কাউন্সিলার অনুপম দত্ত। তাঁকে মনে রেখে এবং দোষীদের কঠোর শাস্তি দাবি করে প্রতি মাসের এই দিনটিকে বিশেষ ভাবে পালনের উদ্যোগ নিলেন তাঁর বন্ধু ও সহকর্মীরা। এলাকার দরিদ্র সীমার নীচে থাকা পডুয়াদের হাতে তুলে দেওয়া হল শিক্ষা সামগ্রী।

নিহত কাউন্সিলারের স্মৃতিতে তাঁর বন্ধু এবং সহকর্মীরা মিলে তৈরি করেছেন অনুপম দত্ত মেমোরিয়াল ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের পক্ষ বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যে স্থানে অনুপম খুন হয়েছিলেন, সেখানে তাঁর স্মৃতিতে তৈরি বেদিতে মালা দিয়ে আগরপাড়া তেতুলতলায় একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে ১৫০ পড়ুয়াদের হাতে শিক্ষার সামগ্রী তুলে দেওয়া হয়।


এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন আগরপাড়া অটো-টোটো ইউনিয়ন এবং আগরপাড়া হকার্স ইউনিয়ন। অনুষ্ঠানের এক আয়োজক বলেন, ‘‘গত মাসেও ১৩ তারিখ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রান্তিক মানুষদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী।’’

আগামী দিনেও তাঁরা প্রয়াত কাউন্সিলারের স্মৃতিতে এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানালেন উদ্যোক্তরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anupam Dutta Murder Councilors
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE