Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Jago Bangla

২১ জুলাই থেকে দৈনিক হচ্ছে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’

২০০৪ সালে সাপ্তাহিক পত্রিকা হিসেবে পথচলা শুরু হয়েছিল 'জাগো বাংলা'-র। প্রথমে সম্পাদক ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২১ ১৪:৪০
Share: Save:

দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’। ২১ জুলাই থেকেই তা প্রতিদিন পাওয়া যাবে বলে ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। ২১ জুলাই তৃণমূল ‘শহিদ দিবস’ পালন করে। তাই ওই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে বলে খবর।

শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে ‘জাগো বাংলা’র নবরূপে আত্মপ্রকাশ করার বিষয়টি জানিয়েছেন। টুইটে অভিষেক লেখেন, ‘ 'জাগো বাংলা-র প্রতিষ্ঠার পর থেকেই তা বাংলার মানুষের মনের কথা তুলে ধরেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি তুলে ধরে এটি গোটা রাজ্যের মানুষের হৃদয়ে প্রবেশ করেছে। এ বার এই ‘জাগো বাংলা’ নবরূপে আসতে চলেছে।’

এ রাজ্যে রাজনৈতিক দলগুলির মধ্যে সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’ এখনও দৈনিক হিসেবে প্রকাশিত হয়। ১৯৬৭ সালে ‘গণশক্তি’ আত্মপ্রকাশ করে। প্রাথমিক ভাবে এটি সান্ধ্য দৈনিক হিসেবে প্রকাশিত হত। ১৯৮০-র দশক থেকে সকালের দৈনিক হিসেবে প্রকাশিত হতে শুরু করে। বছর তিনেক আগে সিপিআই-এর মুখপত্র ‘কালান্তর’ বন্ধ হয়ে যায়। ২০০৪ সালে সাপ্তাহিক পত্রিকা হিসেবে পথচলা শুরু হয়েছিল 'জাগো বাংলা'-র। প্রথমে সম্পাদক ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে এই পত্রিকার সম্পাদক পার্থ চট্টোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE