Advertisement
E-Paper

ম্যানেজমেন্ট ডিগ্রিও দেবে আইআইএম

কেন্দ্রীয় সরকারের ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০১৭’ অনুযায়ী আইআইএম এখন ডিগ্রি দেওয়ার অধিকারী। ভারতে এবং দেশের বাইরে ম্যানেজমেন্ট সেন্টারও খুলতে পারবে তারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৮ ০২:৫৫
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কলকাতা থেকেই পথ চলা শুরু ১৯৬১ সালে। কিন্তু এত দিন ম্যানেজমেন্ট কোর্সে শুধুই ডিপ্লোমা দিতে পারতো আইআইএম। যদিও তাদের ব্র্যান্ডের কদর আন্তর্জাতিক বলেই ম্যানেজমেন্ট জগতের ব্যক্তিত্বেরা বলে থাকেন। এ বার থেকে ডিপ্লোমার পাশাপাশি ডিগ্রি, পিএইচডি, ডিসটিঙ্কশন সবই দিতে পারবে আইআইএম।

কেন্দ্রীয় সরকারের ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০১৭’ অনুযায়ী আইআইএম এখন ডিগ্রি দেওয়ার অধিকারী। ভারতে এবং দেশের বাইরে ম্যানেজমেন্ট সেন্টারও খুলতে পারবে তারা। পুরনো আইনে আইআইএম স্বীকৃত ছিল সোসাইটি হিসাবে। এখন তারা অলাভজনক কর্পোরেট সংস্থা। যার বোর্ড অফ গভর্নর্স থাকবে এবং সেই বোর্ডই চেয়ারম্যান বাছবে। আগের মতো সরাসরি সরকার চেয়ারম্যান নিয়োগ করবে না। শিক্ষা, শিল্প, ম্যানেজমেন্ট, প্রযুক্তির মতো নানা ক্ষেত্রের অগ্রগণ্য মুখ চেয়ারম্যান হিসাবে অগ্রাধিকার পাবে। বোর্ডে অবশ্য শিক্ষা জগৎ থেকে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি থাকবেন। থাকবেন সংশ্লিষ্ট রাজ্য সরকারের প্রতিনিধিও। নতুন কাঠামোয় এগোনোর কাজ শুরু করে দিয়েছে বিভিন্ন আইআইএম।

কিছু আইআইএম এখনও আছে, যাদের নিজস্ব ক্যাম্পাস নেই। ভাড়া বাড়িতে তাদের কাজ হয়। কেন্দ্রীয় সরকার নজর দেওয়ার পরে ওই প্রতিষ্ঠানগুলি এখন নিজস্ব জমিতে ক্যাম্পাস তৈরির লক্ষ্য হাতে নিয়েছে। শিলংয়ের আইআইএম যেমন বিগত ১০ বছর ধরেই ভাড়ার জমিতে চলছে। আইআইএম শিলংয়ের চেয়ারম্যান শিশির বাজোরিয়ার কথায়, ‘‘এই বছরের মাঝামাঝির মধ্যে ক্যাম্পাসের প্রথম ভাগ নিজস্ব জমিতে তুলে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’’ আমেরিকার একটি বিজনেস স্কুলের সঙ্গে গাঁটছড়া এবং ব্রিটেনের একটি স্কুলের সঙ্গে যোগসূত্রেরও চেষ্টা চালাচ্ছে আইআইএম শিলং।

IIM Management Degree Education Students
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy