Advertisement
E-Paper

মতুয়াদের সমাবেশে বিজেপির গিরিরাজ

আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে মতুয়া ভোটব্যাঙ্ক নিজের দিকে টানার চেষ্টা করছে বিজেপি।

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৮ ০৬:১৮
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গিরিরাজ সিংহ।—ফাইল চিত্র

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গিরিরাজ সিংহ।—ফাইল চিত্র

প্রথমে সভার অনুমতি দিয়েও ফিরিয়ে নিয়েছিল প্রশাসন। কিন্তু অনুমতি বাতিলের চিঠি তারা হাতে পায়নি জানিয়ে কৃষ্ণগঞ্জে সভা করল মতুয়া মহাসঙ্ঘের একটি গোষ্ঠী। সেখানে ঘুরে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গিরিরাজ সিংহও।

আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে মতুয়া ভোটব্যাঙ্ক নিজের দিকে টানার চেষ্টা করছে বিজেপি। এর আগে অসমে জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে বিতর্ক উসকে ওঠার পর্বেও তারা মতুয়াদের একটি অংশকে মাঠে নামিয়েছিল, যা ছিল কার্যত তৃণমূল-অনুগামী মতুয়া বিক্ষোভের পাল্টা।

শনিবার কৃষ্ণগঞ্জ ব্লকের জয়ঘাটা মাজদিয়া গ্রাম পঞ্চায়েতের স্বর্ণখালি হাইস্কুল মাঠে মতুয়া মহাসম্মেলন ও ধর্মসভার ডাক দিয়েছিল কৃষ্ণগঞ্জ ব্লক মতুয়া মহাসঙ্ঘ শাখা। গিরিরাজ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি-ঘেঁষা মতুয়া নেতা শান্তনু ঠাকুর এবং বিজেপি নেতা মুকুল রায়। ওই সভায় দাঁড়িয়ে গিরিরাজ বললেন, ‘‘যত দিন সরকারে বিজেপি আছে, যত দিন নরেন্দ্র মোদী আছেন, মতুয়াদের কেউ কিছু করতে পারবে না। কেউ তাঁদের নাগরিকত্ব কেড়ে নিতে পারবে না।’’

তৃণমূলের শক্ত ঘাঁটি কৃষ্ণগঞ্জ ব্লকে জয়ঘাটা মাজদিয়া পঞ্চায়েতে এ বার ক্ষমতায় এসেছে নির্দল ও সিপিএমের ‘নাগরিক মঞ্চ’। বিজেপি সেখানে দাঁত ফোটানোর চেষ্টা করছে বহুদিন ধরেই। ২০১৫ বিধানসভা উপ-নির্বাচনে তারা সিপিএমকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে। পঞ্চায়েত নির্বাচনে কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতে টাই হয় তৃণমূল ও বিজেপির মধ্যে। সেই জায়গাকেই সভাস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছিল।

যদিও স্বর্ণখালি হাইস্কুল মাঠে এই সভা হওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। কৃষ্ণগঞ্জ ব্লক মতুয়া মহাসঙ্ঘের শাখা সভাপতি মৃণালকান্তি বিশ্বাস বলেন, “স্কুলমাঠে সভার জন্য প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলাম আমরা। কিন্তু পরে প্রশাসনের তরফে ফোনে জানানো হয়, অনুমতি বাতিল করা হয়েছে। যদিও তার জন্য লিখিত চিঠি পাইনি।’’ কেন বাতিল করা হয়েছিল অনুমতি? কৃষ্ণনগর সদর মহকুমাশাসক অম্লান তালুকদার বলেন, “যে স্কুলের মাঠে সভার অনুমতি ছিল, সেই স্কুলের পরিচালন সমিতি পরে অনুমতি বাতিল করে।’’

গোটা রানাঘাট লোকসভা কেন্দ্রেই ভাল মাত্রায় মতুয়া ভোট রয়েছে। তৃণমূল ও বিজেপি দুই পক্ষই ওই ভোট নিজেদের দিকে রাখতে মরিয়া। বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি জগন্নাথ সরকার যদিও দাবি করেন, “ভোটব্যাঙ্কের রাজনীতি বিজেপি করে না। নির্দিষ্ট নীতি, আদর্শ এবং উন্নয়নকে সামনে রেখে নির্বাচনে লড়ে।’’ জেলা তৃণমূল সভাপতি গৌরীশঙ্কর দত্তের পাল্টা দাবি, “বিজেপি একাধিক বার মতুয়াদের দলে টানার চেষ্টা করেছে। কিন্তু বারবার প্রমাণিত হয়েছে, তাঁরা মতুয়ারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন। যেখানে ওরা আজ সভা করেছে, সেখানেই আমরা মতুয়াদের নিয়ে দশ গুণ লোকের সভা করব।’’

Matua Mahasangha Meeting Giriraj Singh BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy