দার্জিলিংয়ের বিভিন্ন আবাসিক স্কুলে আটকে থাকা পড়ুয়ারা যাতে বাড়ি ফিরতে পারে, সে জন্য বন্ধ শিথিল করার সিদ্ধান্ত নিল গোর্খা জনমুক্তি মোর্চা। আগামী শুক্রবার ১২ ঘণ্টার জন্য বন্ধ শিথিল করা হবে বলে জিটিএ-এর তরফে জানানো হয়েছে। ওই দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ শিথিল করা হবে।
আরও পড়ুন: বনধ না তোলার সিদ্ধান্ত সর্বদল বৈঠকে, জিটিএ ছাড়ছেন গুরুঙ্গরা
১৫ জুন থেকে পাহাড়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দিয়েছে গোর্খা। বন্ধের ফলে দার্জিলিংয়ের বিভিন্ন স্কুলে পড়া কয়েক হাজার ছাত্রছাত্রী আটকে পড়েছে। বুধবার গোর্খা নেতা বিনয় তামাঙ্গ সাংবাদিকদের জানিয়েছেন, শুধুমাত্র পড়ুয়ারাই ওই সুবিধা পাবে।