Advertisement
E-Paper

সাংসদ কই, ডায়েরি

মোর্চার সমর্থনেই সাংসদ হন অহলুওয়ালিয়া। ফলে চরম অস্বস্তিতে গুরুঙ্গের দল। পাল্টা বিবৃতিও দিয়েছে তারা। অহলুওয়ালিয়ার বিরুদ্ধে তখন তৃণমূলের প্রার্থী হয়েছিলেন ভাইচুং ভুটিয়া। জিএনএলএফ তাঁকে সমর্থন করে।

কিশোর সাহা ও প্রতিভা গিরি

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৭ ০৪:২৬

গোর্খাল্যান্ডের দাবি আদায়ে দু’দল একসঙ্গে আন্দোলন করছে। অথচ এ দিন জিএনএলএফের এক ‘মিসিং ডায়েরি’তে চরম অস্বস্তিতে মোর্চা।

শুক্রবার দার্জিলিং সদর থানায় সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার নামে ‘মিসিং ডায়েরি’টি করা হয়। জিএনএলএফের মুখপাত্র সন্দীপ লিম্বু বলেন, ‘‘এখনই তো সাংসদকে সব থেকে বেশি দরকার। কিন্তু পাহাড়ের কোথাও ওঁকে দেখা যাচ্ছে না। তাই মিসিং ডায়েরি।’’ অহলুওয়ালিয়ার অবশ্য দাবি, পাহাড়বাসী জানেন তিনি কী করছেন এবং কোথায় আছেন।

মোর্চার সমর্থনেই সাংসদ হন অহলুওয়ালিয়া। ফলে চরম অস্বস্তিতে গুরুঙ্গের দল। পাল্টা বিবৃতিও দিয়েছে তারা। অহলুওয়ালিয়ার বিরুদ্ধে তখন তৃণমূলের প্রার্থী হয়েছিলেন ভাইচুং ভুটিয়া। জিএনএলএফ তাঁকে সমর্থন করে। সেটা মনে করিয়ে মোর্চা নেতা প্রকাশ গুরুঙ্গ বলেন, ‘‘আমাদের সাংসদ তো দিল্লিতে থেকেই কাজ করছেন। কিন্তু ভাইচুং কোথায়?’’ এর জবাব দেয়নি মন ঘিসিঙ্গের দল। এ দিন জিএনএলএফকে মিছিলের অনুমতি দেয় পুলিশ। তাতেও মোর্চায় ক্ষোভ। পরে যৌথ আন্দোলন থেকে সরে তারা একতরফা পাহাড়ের চার পুরসভা এলাকায় অনশন শুরু করে।

Surendrajeet Singh Ahluwalia GNLF Missing Diary জিএনএলএফ মিসিং ডায়েরি গোর্খাল্যান্ড Gorkhaland সন্দীপ লিম্বু সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy