Advertisement
১৬ মে ২০২৪

গুগলের ডাকে আমেরিকা পাড়ি শৌনকের

জন্ম শ্রীরামপুরে। সেখানকারই স্থানীয় স্কুলের ছাত্র ছিলেন। পরে হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা। খুব অল্প কথায় এটাই হল বছর উনত্রিশের শৌনক দাসের প্রোফাইল।

 শৌনক দাস। ছবি: সুমন বল্লভ।

শৌনক দাস। ছবি: সুমন বল্লভ।

সুনন্দ ঘোষ
কলকাতা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৬ ০৩:২০
Share: Save:

জন্ম শ্রীরামপুরে। সেখানকারই স্থানীয় স্কুলের ছাত্র ছিলেন। পরে হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা। খুব অল্প কথায় এটাই হল বছর উনত্রিশের শৌনক দাসের প্রোফাইল।

আর এই শৌনককেই বিশেষ আমন্ত্রণ পত্র পাঠিয়েছে গুগল। একেবারে তাদের সদর দফতর সানফ্রান্সিসকোয়। সব কিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি সংস্থার সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে দেখাও হবে শৌনকের। তিন দিন আমেরিকার পাঁচতারা হোটেলে থাকা-খাওয়া, গুগল অফিস ঘুরে দেখা, পিচাইয়ের সঙ্গে মোলাকাত—শ্রীরামপুরে বসে শিকে ছিঁড়ল কী করে? হাওড়া আদালতের উকিল-পুত্র শৌনকের এমন ভিআইপি খাতিরের কারণ কী?

হেসে ফেললেন শৌনক। কম্পিউটার ঘাঁটার নেশা ছোট থেকেই। এ ভাবেই ইন্টারনেট ঘাঁটতে গিয়ে গত বছর ডিসেম্বরে গুগলের ‘লোকাল গাইড’-এর সন্ধান পান শৌনক। জানতে পারেন, মাত্র এক মাস আগে থেকে ‘লোকাল গাইড’ নিয়োগ শুরু করেছে গুগল। তত দিনে অনেকেই শুরু করে দিয়েছেন সেই কাজ। শৌনকও দেরি করেননি। শুরু করে দেন লোকাল গাইডের কাজ। মাস ছয়েক ধরে সেই কাজ করতে করতেই প্রায় আড়াই হাজার পয়েন্ট বাগিয়ে ফেলেন তিনি। এখন গুগলের লোকাল গাইডের তালিকার শীর্ষে তাঁরই নাম।

১১ সেপ্টেম্বর কলকাতা থেকে রওনা হওয়ার কথা শৌনকের। পরের দিন সানফ্রান্সিসকোয় অভ্যর্থনা পার্টি। ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পাঁচতারা হোটেলে কর্মশালা। ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ন’টা থেকে দুপুর ২টো পর্যন্ত গুগলের সদর দফতরে আবার একটি কর্মশালা। সেখানেই সুন্দর পিচাইয়ের সঙ্গে দেখা হওয়ার কথা। অথবা সেই রাতের সমাপ্তি অনুষ্ঠানে।

কী করতে হয়েছে লোকাল গাইড হিসেবে? শৌনক বলেন, ‘‘আমাদের আশপাশে এমন অনেক জায়গা রয়েছে, যা এখনও ঠাঁই পায়নি গুগল ম্যাপে। লোকাল গাইডের কাজ সেই সব এলাকার ছবি তুলে, বিস্তারিত তথ্য গুগল ম্যাপে আপলোড করা।’’ শৌনকের দাবি, নভেম্বরের আগে বালি ব্রিজ হিসেবে পাশাপাশি দু’টি লম্বা রাস্তার ছবি ছিল গুগল ম্যাপে। সেখানে আলাদা করে কোথায় রেল লাইন, কোনটা নিবেদিতা সেতু—সে সব চিহ্নিত ছিল না। তিনিই বালি ব্রিজের মানচিত্র করে পাঁচ দিন ধরে বসে আপলোড করেন গুগল ম্যাপে।

একই ভাবে গুগল ম্যাপে দেখানো কোনও জায়গার সঙ্গে বাস্তবে সেই জায়গার মিল না থাকলে, তা সংশোধন করাটাও লোকাল গাইডের কাজের মধ্যে পড়ে। শৌনক জানান, কলকাতার সেন্ট্রাল মেট্রো স্টেশনের মুখ হিসেবে এত দিন গুগল ম্যাপে ঠিক যে জায়গাটি দেখানো হচ্ছিল, আদতে তা ওই স্টেশনের প্রবেশ পথ ছিল না। শৌনক বলেন, ‘‘এখন আমি ঠিক করে দিয়েছি।’’

শৌনক জানিয়েছেন, লোকাল গাইড হিসেবে তাঁকে শহরের বেশ কয়েকটি হাসপাতাল, রেস্তোরাঁ, স্কুল, শপিং মল ঘুরে দেখেও সেগুলি সম্পর্কে তথ্য পাঠাতে হয়েছে। অনেক ক্ষেত্রে পাল্টা প্রশ্ন এসেছে, ‘‘অমুক রেস্তোরাঁয় হুইল চেয়ার নিয়ে ঢোকার সুবিধা আছে কি?’’ জানতে চাওয়া হয়েছে কোথায় কোথায় ওয়াই-ফাই সুবিধা আছে। সে সব খুঁটিনাটির জবাব দিতে হয়েছে শৌনককে।

সারা দুনিয়া থেকে মোট ৭৫ জন লোকাল গাইডকে ১২ সেপ্টেম্বর সানফ্রান্সিসকো নিয়ে যাচ্ছে গুগল। ভারতের সংখ্যাটা ৪। সংস্থার তরফেও এ কথা জানানো হয়েছে। শৌনক ছাড়া বাকি তিন যুবক ওড়িশা, মেঘালয় ও কর্নাটকের। তবে তাঁদের পয়েন্ট তাঁর ধারেকাছেও নয় বলে দাবি করেছেন শৌনক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Google
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE