ব্রিগেড ময়দানে আগামী ৭ ডিসেম্বর ‘পাঁচ লক্ষ কণ্ঠে’ গীতা পাঠের যে কর্মসূচি নেওয়া হয়েছে, সেখানে রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাল আয়োজক সংগঠন ‘সনাতন সংস্কৃতি সংসদ’। আয়োজকদের তরফে স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ) বলেছেন, “মুখ্যমন্ত্রী রাজ্য-প্রশাসনের সর্বোচ্চ। তাই তাঁর আসনকে আমন্ত্রণ জানানো হয়েছে।” সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর দফতরে মেল মারফত আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যসচিব মনোজ পন্থকেও। রাজ্যপাল বোসকে লোকভবনে ( বোসের দেওয়া রাজভবনের নতুন নাম) গিয়ে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা। সূত্রের দাবি, গীতা পাঠে যোগ দেবেন বলে আয়োজকদের ‘কথা’ দিয়েছেন বোস। আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, রাজ্যের সব অ-মুসলিম বিধায়ককেই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। প্রদীপ্তানন্দের বক্তব্য, “ধর্মে মুসলমান হলেও কাজি মাসুম আখতারের মতো ‘পদ্মশ্রী’কে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু যাঁরা দিনভর আমাদের উল্টোপাল্টা বলে আক্রমণ করেন, তাঁদের তো আমন্ত্রণ জানাতে পারি না।” এই প্রেক্ষিতে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী পাল্টা বলেছেন, “রাজ্যের মাটিতে সাম্প্রদায়িক শক্তি তাদের থাবা শক্ত করছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সংক্রান্ত মূল সমস্যাগুলি থেকে মানুষের নজর ঘোরানোর চেষ্টা চলছে। জনপ্রতিনিধি কোনও নির্দিষ্ট ধর্মের হন না।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)