খাগড়াগড় বিস্ফোরণে আহত আব্দুল হাকিম মোল্লার ফের অস্ত্রোপচার হল সোমবার।
২ অক্টোবরের সেই বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত হাকিমও। তাঁর বাঁ হাঁটুতে মারাত্মক ক্ষতি হয়। কলকাতার এসএসকেএমে অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকেরা। সেই মতো ১৭ অক্টোবর তাঁর প্রথম বার অস্ত্রোপচার হয়। কিন্তু তা সফল হয়নি। তাই দ্বিতীয় বার অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়।
এ দিন এসএসকেএমের রোনাল্ড রস ভবনে প্লাস্টিক সার্জারি বিভাগে পাঁচতলায় ঘণ্টাখানেক ধরে অস্ত্রোপচার হয়। তার পর হাকিমকে রিউম্যাটোলজি বিভাগে নিয়ে যাওয়া হয়। কিছু ক্ষণ পরেই তাকে তার ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার হাকিমের ব্যান্ডেজ খোলা হবে বলে হাসপাতাল সূত্রের খবর। হাসপাতালের অধিকর্তা প্রদীপকুমার মিত্র বলেন, “ব্যান্ডেজ খোলার পরই অস্ত্রোপচার সফল হয়েছে কি না, জানা যাবে।”