ঘূর্ণাবর্ত এবং জোড়া অক্ষরেখার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। একাধিক জেলায় হতে পারে অতি ভারী বর্ষণ। হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে এই মুহূর্তে বর্ষা অত্যন্ত সক্রিয়। তার জেরে সারা সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দুর্যোগের দাপট থাকবে বেশি। তবে সমুদ্রে আপাতত কোনও সতর্কতা নেই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আরও দু’দিন টানা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। কোনও কোনও জেলায় সোমবার পর্যন্তও সতর্কতা রয়েছে। শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। একই পূর্বাভাস হাওড়া, পূর্ব মেদিনীপুরে। এ ছাড়া, শনিবার ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। এর মধ্যে নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত।
আরও পড়ুন:
দক্ষিণের অধিকাংশ জেলাতেই সোমবার থেকে আবহাওয়া সংক্রান্ত আর কোনও সতর্কতা নেই। তবে সোমবারও ভিজতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ।
উত্তরবঙ্গেও সারা সপ্তাহ ধরে বর্ষার বৃষ্টি চলবে। তবে বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে আগামী তিন দিন। সোমবার পর্যন্ত উত্তরের প্রায় কোনও জেলাতেই আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই। সোমবার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে শুধু মালদহে। এ ছাড়া, মঙ্গলবার এবং বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আবার হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি।
হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা বিকানের, জয়পুর, আসানসোল, কলকাতার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ ছাড়া, গাঙ্গেয় বঙ্গের উত্তরভাগে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরও একটি উচ্চ অক্ষরেখা গুজরাত থেকে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে গিয়েছে এবং ঘূর্ণাবর্তের সঙ্গে মিশেছে। রাজ্যে সক্রিয় রয়েছে বর্ষার বাতাস। এর প্রভাবে জেলায় জেলায় দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি কম।