Advertisement
১৮ মে ২০২৪

রোজ ভ্যালির সম্পত্তি বেচতে কমিটি কোর্টের

এমপিএসের পরে রোজ ভ্যালির লগ্নিকারীদের জন্যও আশার কথা শোনাল কলকাতা হাইকোর্ট। লগ্নিকারীদের টাকা ফেরাতে রোজ ভ্যালি রিয়েল এস্টেটের সম্পত্তি নিলামে বিক্রি করা হবে বলে আদালত সোমবার জানিয়ে দিয়েছে। টাকা ফেরত েদওয়ার বিষয়টি দেখার জন্য তিন সদস্যের কমিটিও গড়ে দেওয়া হয়েছে। কমিটির কাজের তত্ত্বাবধানে থাকবে হাইকোর্টই। বেসরকারি অর্থ লগ্নি সংস্থা এমপিএসের আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করতে গত সপ্তাহেই সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র দুই অফিসারের নেতৃত্বে একটি কমিটি গড়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০১৫ ০৩:৩৭
Share: Save:

এমপিএসের পরে রোজ ভ্যালির লগ্নিকারীদের জন্যও আশার কথা শোনাল কলকাতা হাইকোর্ট। লগ্নিকারীদের টাকা ফেরাতে রোজ ভ্যালি রিয়েল এস্টেটের সম্পত্তি নিলামে বিক্রি করা হবে বলে আদালত সোমবার জানিয়ে দিয়েছে। টাকা ফেরত েদওয়ার বিষয়টি দেখার জন্য তিন সদস্যের কমিটিও গড়ে দেওয়া হয়েছে। কমিটির কাজের তত্ত্বাবধানে থাকবে হাইকোর্টই।

বেসরকারি অর্থ লগ্নি সংস্থা এমপিএসের আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করতে গত সপ্তাহেই সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র দুই অফিসারের নেতৃত্বে একটি কমিটি গড়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চ। একই রাস্তায় রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করতে এ দিন তিন সদস্যের কমিটি গড়ে দেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ, লগ্নিকারীদের টাকা ফেরত দিতে ওই কমিটি পশ্চিমবঙ্গে রোজ ভ্যালি রিয়েল এস্টেটের কিছু সম্পত্তির মূল্যায়ন করে সেগুলো নিলামে বিক্রি করবে। এবং পুরো প্রক্রিয়াটিই চলবে হাইকোর্টের তত্ত্বাবধানে। অবৈধ ভাবে অন্যত্র টাকা পাচারের অভিযোগে ইডি ইতিমধ্যেই রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করেছে।

রোজ ভ্যালির কৌঁসুলি কিশোর দত্ত জানান, কোর্টের নির্দেশ অনুযায়ী ওই কমিটিতে থাকছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠ, ইনস্পেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন অথবা তাঁর কোনও প্রতিনিধি এবং রোজ ভ্যালি রিয়েল এস্টেটের ম্যানেজিং ডিরেক্টর। কী ভাবে কাজ হবে, তা-ও স্থির করে দিয়েছে আদালত। তাদের নির্দেশ: এ রাজ্যে রোজ ভ্যালির যত সম্পত্তি আছে, তার মধ্যে কয়েকটির
মূল্যায়ন করবে ওই কমিটি। মূল্যায়নের পরে প্রতিটি সম্পত্তির ন্যূনতম দর বেঁধে নিলামও করবে তারাই। এই ব্যাপারে ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট খুলবে কমিটি। সম্পত্তি নিলাম করে পাওয়া টাকা কমিটির সেই অ্যাকাউন্টে রাখতে হবে।

কেন্দ্রীয় সংস্থা সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া বা সেবি গত বছরের ১৪ জুন জানায়, রোজ ভ্যালি রিয়েল এস্টেট বাজার থেকে টাকা তুলছে কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিমে। এটা সেবি-র নিয়মবিরুদ্ধ। তার পরেই ওই লগ্নি সংস্থা ঘোষণা করে, তারা নিজেদের সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দিতে চায়। সেই সঙ্গে সেবি-র বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে সিকিওরিটিজ অ্যাপিলেট ট্রাইব্যুনালে গত বছরই মামলা করে রোজ ভ্যালি। ওই ট্রাইব্যুনাল জানিয়ে দেয়, রোজ ভ্যালি রিয়েল এস্টেট তাদের সম্পত্তি বিক্রি করে লগ্নিকারীদের টাকা ফেরত দিতে পারবে। কিন্তু রাজ্য সরকারের অর্থ দফতর গত ডিসেম্বরে রোজ ভ্যালি রিয়েল এস্টেটের সম্পত্তি বিক্রির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। তার পরেই সেই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে গত মার্চে হাইকোর্টে মামলা করে রোজ ভ্যালি।

এ দিন সেই মামলার শুনানিতেই টাকা ফেরত দিতে উদ্যোগী হয় হাইকোর্ট। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল লক্ষ্মী গুপ্ত বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের আদালতে আবেদন জানান, যে-কমিটি গড়ে দেওয়া হচ্ছে, তাদের কাজের তত্ত্বাবধান করুক হাইকোর্টই। সেই আর্জি মেনে নেয় হাইকোর্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE