জালনোট-সমেত পুলিশের হাতে গ্রেফতার হলেন বাবা ও ছেলে। হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে হাওড়া ব্রিজ় লাগোয়া কলকাতা পোর্ট ট্রাস্টের পুরনো একটি আবাসন থেকে দু’জনকে হাতেনাতে ধরেছে তারা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে জালনোট। আর্থিক মূল্য ৯০০০ টাকা। জিজ্ঞাসাবাদ পর্বে জানা যায়, অভিযুক্তেরা সম্পর্কে বাবা-ছেলে।
গোলাবাড়ি থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃতদের নাম সুমন মণ্ডল এবং বাবু মণ্ডল। সুমন চল্লিশোর্ধ্ব। ছেলে বাবার বয়স ২৪ বছর। তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া এলাকায়। ধৃতেরা জানিয়েছেন, ওই জালনোট তাঁরা এক জনের হাতে তুলে দিতেন। মূলত ‘ক্যারিয়ার’-এর কাজ করেন বাবা-ছেলে। আর এক ‘ক্যারিয়ার’কে নকল টাকা পৌঁছে দেওয়ার ভার ছিল তাঁদের উপর।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে নির্দিষ্ট জায়গায় অভিযান চালিয়েছিল তারা। ওই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত, সেই খোঁজ চলছে। রবিবার ধৃত বাবা-ছেলেকে হাওড়া আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক তাঁদের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সীমান্তবর্তী এলাকা থেকে জালনোট সংগ্রহ করে গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়ার যে চক্র আছে, তাদের সঙ্গে এই দু’জনের যোগ রয়েছে। দু’জনকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই চক্রের পিছনে আর কারা আছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই জালনোটগুলি কোথায় তৈরি হয়েছিল, সেটাও জানার চেষ্টা চলছে।