Advertisement
০৪ মে ২০২৪
Fire Destroyed Trees

পুড়ল বাগান, নষ্ট ৫০০ গাছ

যাঁর উদ্যোগে এই সৌন্দর্যায়ন হয়েছিল, গোঘাট-১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা তৃণমূল নেতা মনোরঞ্জন পাল এ দিন ঘটনাস্থলে যান।

ঝলছে গিয়েছে গাছ।

ঝলছে গিয়েছে গাছ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গোঘাট শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ ০৯:২৪
Share: Save:

পতিত গো-চারণ ভূমি সহ আমোদর খালের পাড়ে বিভিন্ন ফলের গাছ লাগিয়ে সৌন্দর্যায়ন হয়েছিল। সে প্রায় চার বছর আগের কথা। বুধবার রাতে গোঘাট-১ ব্লকের গোঘাট পঞ্চায়েত থেকে স্থানীয় বুঁইতা শ্মশান সংলগ্ন ওই জায়গায় আগুন লাগানোর অভিযোগ উঠল।

বৃহস্পতিবার সকালেও আগুন জ্বলছিল। স্থানীয় বাসিন্দারা জল দিয়ে আগুন নেভান। বিঘা দেড়েক জায়গায় লাগানো প্রায় ৫০০ বিভিন্ন ফলের গাছের অনেকটাই পুড়ে গিয়েছে বলে খেদ স্থানীয় পরিবেশ প্রেমীদের। দোষীদের শাস্তির দাবিও
জানিয়েছেন তাঁরা।

যাঁর উদ্যোগে এই সৌন্দর্যায়ন হয়েছিল, গোঘাট-১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা তৃণমূল নেতা মনোরঞ্জন পাল এ দিন ঘটনাস্থলে যান। তাঁর অভিযোগ “ইউক্যালিপটাস, সোনাঝুড়ির মতো অর্থকরী গাছ লাগালে তা চুরি হয়। তাই ফলের গাছ লাগানোর সিদ্ধান্ত নিই। তাতেও দুষ্কৃতীরা আগুন
লাগিয়ে দিল।”

গোঘাট পঞ্চায়েতের তৃণমূল প্রধান সান্ত্বনা মান্না বলেন, “বেশ কিছু ফলের গাছ নষ্ট হয়েছে বলে খবর পেয়েছি। ক্ষয়ক্ষতির হিসাব খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টা পঞ্চায়েত সমিতিতে জানিয়েছি। প্রয়োজনে পুলিশেও জানানো হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Goghat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE