কোনও দাবি বা অনিয়ম নিয়ে অভিযোগ নেই। তারপরও গোঘাট-২ ব্লকের মান্দারণ পঞ্চায়েতের সরকারি মার্কেট কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল যুব তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তাদের খবরদারিতে প্রায় এক সপ্তাহ ধরে রাঙামাটির ওই কাজ বন্ধ।
ঠিকাদার সংস্থার পক্ষে অমিত পান জানান, ওই মার্কেটে আরও তিনটি ঘর বাড়ানো হচ্ছে। তাঁর অভিযোগ, “মাল যে নিম্ন মানের, তেমন কোনও অভিযোগ নেই। কেন প্রায় ৬ লক্ষ টাকা প্রকল্পের কাজটা বন্ধ রাখা হল, সেটাও বোঝা যাচ্ছে না। কাজে এলেই আশাদুল খান ও তাঁর সঙ্গীরা বাধা দিচ্ছেন।’’
যাঁর বিরুদ্ধে মূল অভিযোগ, সেই যুব অঞ্চল সভাপতি আশাদুল খান বলেন, “কাজটা ঠিকঠাক হচ্ছে না বলে গ্রামবাসী অভিযোগ করছিলেন। আমরা কাজটা ঠিক ভাবে করতে বলেছি।” কোথাও গোলমাল? তাঁর জবাব, “ইট-বালি ভাল নয় বলেই তো শুনলাম।’’ ত্রুটি থাকলে কেন লিখিত অভিযোগ করা হল না? যুব অঞ্চল সভাপতির বক্তব্য, “লিখিত অভিযোগ হবে। তার আগে প্রধানের সঙ্গে আলোচনায় বসা হবে।”
তৃণমূলের পঞ্চায়েত প্রধান সানোয়ারা বেগম বলেন, ‘‘কাজে বাধার অভিযোগ পাইনি। কাজের বিস্তারিত পরিকল্পনা সঙ্গে সরঞ্জাম সরবরাহের কোনও গরমিল নেই। যাঁরা বাধা দিচ্ছেন তাঁদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম। কিন্তু সদুত্তর মেলেনি।’’ দলের নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে গোঘাট-২ ব্লকেরযুব সভাপতি অভিজিৎ বিশ্বাসবলেন, “বিষয়টা শুনেছি। অন্যায় ভাবে নির্মাণ যেমন আটকানো যাবে না, তেমনই ওই কাজে দুর্নীতি থাকলে সেটাও ব্লক প্রশসানকে নিশ্চিতকরতে হবে।’’
তবে বিডিও দেবাশিস মণ্ডল বলেন, “বিষয়টা খতিয়ে দেখা যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)