জয়পুর পঞ্চানন রায় কলেজে চলছে নবীনবরণ অনুষ্ঠান। নিজস্ব চিত্র
কলেজের কয়েকশো মিটার দূরের বিদ্যালয়ে চলছে উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষা। সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বাজল ডিজে, মাইক। সোমবার সকালে হাওড়ার জয়পুর পঞ্চানন রায় কলেজের ঘটনা। জয়পুর ফকিরদাস ইনস্টিটিউশনের পরীক্ষার্থীরা এ নিয়ে কোথাও অভিযোগ জানায়নি। তবে বিষয়টি নিয়ে বিরক্ত অভিভাবকরা। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে অভিযোগ মেলেনি। কলেজ ও বিদ্যালয় কর্তৃপক্ষও এ নিয়ে মন্তব্য করতে চাননি। বিডিও মাসিদুর রহমান বলেন, ‘‘বিষয়টি খোঁজ নেওয়া হবে।’’
এ দিন সকাল দশটা থেকে শুরু হয় কলেজের নবীনবরণ অনুষ্ঠান। ডিজে বাজিয়ে নাচ-গান চলে বিকেল পর্যন্ত। কলকাতার বহু শিল্পী অনুষ্ঠানে যোগ দেন। জয়পুর ফকিরদাস ইনস্টিটিউশনের পরীক্ষার্থীরা জানিয়েছে, তাদের কানেও মাইকের আওয়াজ গিয়েছে। সমস্যা হলেও তা নিয়ে কেউ প্রতিবাদ করেনি।
ডিজে বা মাইকের শব্দে পরীক্ষার্থীদের কোনও সমস্যা হয়নি বলে দাবি অনুষ্ঠানের উদ্যোক্তা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি হাসিবুর রহমানের। তিনি বলেন, ‘‘আমি এই অনুষ্ঠানে হাজির ছিলাম। মাইকের শব্দ ছিল খুব কম। আমরা পরীক্ষাকেন্দ্র পর্যন্ত ঘুরে এসেছি। সেখানে শব্দের রেশও পৌঁছয়নি।’’ এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল। তিনি বলেন, ‘‘কলেজের ঘেরা জায়গায় অনুষ্ঠান হয়েছে। কোনও সমস্যা হওয়ার কথা নয়।’’
বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি কলেজের অধ্যক্ষ সৌমিত্র সরকার। আর বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু মান্না বলেন, ‘‘পরীক্ষার্থীরা অভিযোগ জানায়নি। ফলে আমাদেরও কিছু বলার নেই।’’ তবে স্থানীয় কংগ্রেস নেতা সুপ্রিয় ঘোষের ক্ষোভ, ‘‘কেউ অভিযোগ জানায়নি বলে একটা অন্যায়কে প্রশ্রয় দেওয়া যায় না। পরীক্ষার সময় মাইক বাজানো অপরাধ। ডিজের তো প্রশ্নই নেই। অভিভাবকরা অনেকে আমাদের কাছে ক্ষোভ জানিয়েছেন। আমরা ব্লক প্রশাসনকে বিষয়টা জানিয়েছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy