কোষাগারের বেহাল দশার জন্য কর্মীদের নির্দিষ্ট সময়ে বেতন দেওয়া যাচ্ছে না। উন্নয়নমূলক কাজও প্রায় স্তব্ধ গত তিন বছর ধরে। এ বার তাই আয় বাড়াতে বকেয়া সম্পত্তিকর আদায়ের প্রস্তুতি শুরু করল হাওড়া পুরসভা। পুরসভা সূত্রের খবর, ২০০৭ সাল থেকে প্রায় ৩৫০ কোটি টাকা সম্পত্তিকর বকেয়া পড়ে রয়েছে। এই টাকা আদায় করতে যাঁরা সম্পত্তিকর বকেয়া রেখেছেন, তাঁদের তালিকা প্রস্তুত করা হয়েছে।
সোমবার পুরসভায় সম্পত্তিকর নিয়ে এক বৈঠকের পরে প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন সুজয় চক্রবর্তী বলেন, ‘‘টাকার অভাবে পুরসভার কর্মীদের ঠিক সময়ে বেতন দিতে গিয়ে সমস্যা হচ্ছে। অনেক উন্নয়নমূলক প্রকল্পের কাজও মাঝপথে থমকে গিয়েছে। অথচ কোটি কোটি টাকা সম্পত্তিকর বকেয়া পড়ে রয়েছে। এ বার সেই তালিকা তৈরি করে সম্পত্তিকর আদায়ের উপরে জোর দেওয়া হচ্ছে।’’
পুরসভা সূত্রের খবর, সম্পত্তিকর দেননি এ রকম প্রায় ৪৬০০ জনের তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের মধ্যে হাওড়া শহরের কিছু শিল্পপতি ও বড় সংস্থার মালিকও রয়েছেন। যাঁদের ১ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত সম্পত্তিকর বাকি রয়েছে পুরসভার কাছে। তাঁদের নোটিস দেওয়া হচ্ছে বলে পুর কর্তৃপক্ষ জানিয়েছেন।