Advertisement
১৮ জুন ২০২৪

জগৎবল্লভপুরে অগিদগ্ধ বধূর মৃত্যুতে ধৃত স্বামী-সহ দুই

জগৎবল্লভপুরের গৃহবধূ রেশমা সুলতানার মৃত্যুর ঘটনায় পুলিশ তাঁর স্বামী ও ননদের স্বামীকে গ্রেফতার করল। রবিবার ভোরে জগৎবল্লভপুর থানার পুলিশ দক্ষিণ ২৪ পরগনার বজবজ থেকে রেশমার স্বামী শামসুল হক এবং ডোমজুড়ের কোলড়া এলাকা থেকে ননদের স্বামী শামসুল হককে গ্রেফতার করে।

ধৃত শামসূল হত (স্বামী)। —নিজস্ব চিত্র।

ধৃত শামসূল হত (স্বামী)। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জগৎবল্লভপুর শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ০০:৫০
Share: Save:

জগৎবল্লভপুরের গৃহবধূ রেশমা সুলতানার মৃত্যুর ঘটনায় পুলিশ তাঁর স্বামী ও ননদের স্বামীকে গ্রেফতার করল। রবিবার ভোরে জগৎবল্লভপুর থানার পুলিশ দক্ষিণ ২৪ পরগনার বজবজ থেকে রেশমার স্বামী শামসুল হক এবং ডোমজুড়ের কোলড়া এলাকা থেকে ননদের স্বামী শামসুল হককে গ্রেফতার করে। এদিন তাদের হাওড়া জেলা আদালতে তোলা হয়।

গত ১৫ অক্টোবর হাওড়ার জগৎবল্লভপুরের কমলাপুরের বছর তেইশের বধূ রেশমার অগ্নিদগ্ধ দেহ পুলিশ উদ্ধার করে শ্বশুরবাড়ির গোয়ালঘর থেকে। রেশমার বাপের বাড়ির দাবি, শ্বশুরবাড়ির লোকজনই রেশমাকে মেরে কেরোসিন ঢেলে পুড়িয়ে দিয়েছে। বাপের বাড়ির তরফে জামাই-সহ শ্বশুরবাড়ির চার জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিল। তাদের গ্রেফতারের দাবিতে স্থানীয় মানুষ থানায় বিক্ষোভ দেখায়। তার পরেই রবিবার পুলিশ দুজনকে গ্রেফতার করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murder Husband Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE