এক স্কুলছাত্রকে মেরে গঙ্গায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল পাড়ারই এক কিশোরের বিরুদ্ধে। সাঁকরাইলের রঘুদেববাটির ঘটনা। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার সকালে গঙ্গায় তল্লাশি চালায়। দেহটির খোঁজে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। কিন্তু ইনামুল পুরকাইত নামে ওই ছাত্রের খোঁজ মেলেনি বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইনামুল পুরকাইতের বাড়ি সাঁকরাইলের পশ্চিম রঘুদেববাটি গ্রামে। সে বাউড়িয়ার খাসখামার হাইমাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ে। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। ইনামুলের পরিবারের দাবি, সে পাড়ারই কিশোরের সঙ্গে সে মিশত। তার সঙ্গেই ইনামুলকে গঙ্গার ঘাটের দিকে যেতে দেখা গিয়েছিল। তাদের আরও দাবি, পাড়ার ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, সেই ইনামুলকে খুন করে গঙ্গায় ফেলে দিয়েছে। পরে তারা কিশোরকে পুলিশের হাতে তুলে দেওয়ার পাশাপাশি মানিকপুর তদন্তকেন্দ্রে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে ওই কিশোরকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও এক কিশোরকে আটক করা হয়েছে।