Advertisement
০৬ মে ২০২৪

থানায় হামলা, ধৃত ২

কর্তব্যরত পুলিশকর্মীকে মারধর এবং থানায় তাণ্ডব চালানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া থানায়। ধৃতেরা হলেন হিন্দমোটরের শান্তিনগর এলাকার বাসিন্দা অনির্বাণ দত্ত ও প্রসূন ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
উত্তরপাড়া শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৬ ০২:০৪
Share: Save:

কর্তব্যরত পুলিশকর্মীকে মারধর এবং থানায় তাণ্ডব চালানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া থানায়। ধৃতেরা হলেন হিন্দমোটরের শান্তিনগর এলাকার বাসিন্দা অনির্বাণ দত্ত ও প্রসূন ঘোষ। সোমবার তাঁদের শ্রীরামপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যায় হিন্দমোটরের শান্তিনগর এলাকার বাসিন্দা অনির্বাণ দত্ত গাড়ি নিয়ে জিটি রোড ধরে বাড়ি ফিরছিলেন। উত্তরপাড়া গণভবনের সামনে যানজট ছিল। একটি টোটো পাশ দিয়ে যাওয়ার সময়ে অনির্বাণবাবুর গাড়িতে ঘষা লেগে যায়। এরপর ওই টোটো চালকের সঙ্গে তাঁর বচসা হয়। অভিযোগ, কোন্ননগরের জোড়াপুকুরের বাসিন্দা টোটোচালক মন্টি দত্ত ভুল স্বীকার করে নিলেও অনির্বাণবাবু তাঁকে মারতে মারতে উত্তরপাড়া থানায় নিয়ে যান। থানায় গিয়ে কর্তব্যরত পুলিশকর্মীদের কাছে গাড়ির খরচ বাবদ টাকা আদায় করে দেওয়ার দাবি জানান তিনি। পুলিশের দাবি, অনির্বাণ দত্ত নামে ওই ব্যক্তি এলাকায় দাদা গোছের। অভিযোগ দায়ের করার পরামর্শ দিলে তিনি কোনও কথা না শুনে ফিরে যান। রাতে এলাকা থেকে কিছু লোকজন নিয়ে এসে থানায় আসেন। গেটে থাকা পুলিশকর্মী তাঁদের ঢুকতে বাধা দেন। কিন্তু তাঁরা ওই পুলিশকর্মীকে ধাক্কা মেরে থানায় ঢুকে টেবিল চাপড়াতে থাকেন। টেবিলে থাকা নথিপত্র ছুড়ে দেন। গালিগালাজ করে পুলিশকে গাড়ির ক্ষতি বাবদ খরচ আদায়ের দাবি জানাতে থাকেন। এর পরেই অনির্বাণ দত্ত ও পড়শি প্রসূন ঘোষকে গ্রেফতার করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police station arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE