Advertisement
২০ এপ্রিল ২০২৪
Swami Vivekananda

বিবেকানন্দের ছবিতে ‘পদ্ম’, উপরে শ্যামাপ্রসাদ-দীনদয়াল, চুঁচুড়ায় বিতর্ক

বিজেপি নেতা স্বপন পালের যুক্তি, ‘‘পদ্ম শুধু বিজেপির প্রতীক নয়, জাতীয় ফুল। আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং দীনদয়াল উপাধ্যায়ও তো মনীষী! তাঁদের সম্মান জানানো কি অন্যায়?’’

এই ছবি ঘিরেই বিতর্ক। —নিজস্ব চিত্র।

এই ছবি ঘিরেই বিতর্ক। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
চুঁচুড়া শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ২১:২৬
Share: Save:

ভোটের আগে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালনই ধ্যানজ্ঞান হয়ে উঠেছিল তাঁদের। কিন্তু তার পরেও বিতর্ক এড়াতে পারলেন না বিজেপি নেতৃত্ব। চুঁচুড়ায় বিবেকানন্দের যে ছবিতে মালা পরালেন স্থানীয় বিজেপি নেতৃত্ব, তাতে দলের প্রতীকী চিহ্ন পদ্মের দেখা পাওয়া গেল যেমন। তেমনই বিবেকানন্দের ছবির উপরে দলের ব্যানারে ঝোলানো হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং দীনদয়াল উপাধ্যায়ের ছবিও। তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার ঘড়ির মোড়ে বিবেকানন্দের জন্মবার্ষিকী পালন করে বিজেপি। সেখানেই এই দৃশ্য চোখে পড়ে। তা নিয়ে এলাকায় বিক্ষোভ দেখায় তৃণমূল। বিকেলে এলাকায় বিজেপির বিরুদ্ধে মিছিলও বার করে জোড়াফুল শিবির। তাদের অভিযোগ, বিবেকানন্দকে অপমান করা হয়েছে। হিন্দুত্ববাদী নেতাদের ছবি ঝোলানোয় কলুষিত হয়েছে তাঁর জন্মবার্ষিকী।

চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘‘বিবেকানন্দের ছবিতে তাঁর মাথার দু’পাশে দু’টো পদ্মফুল। তার উপরে আবার বিজেপি নেতাদের ছবি। ভাবা যায়! এরা বাঙালির কলঙ্ক, বাংলার কলঙ্ক। বিবেকানন্দ কবে বিজেপি করতেন, আমি জানি না।’’

তবে বিজেপি নেতা স্বপন পালের মতে, ‘‘এতে অসুবিধার কিছু নেই। পদ্ম শুধু বিজেপির প্রতীক নয়, জাতীয় ফুল। তাই এতে অস্বাভাবিক কিছু নেই। আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং দীনদয়াল উপাধ্যায়ও তো মনীষী! তাঁদের সম্মান জানানো কি অন্যায়? তৃণমূল এত হইচই করছে কেন? ওদের নেত্রীর ছবির নীচেই সব মনীষীদের জায়গা হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Swami Vivekananda BJP TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE