Advertisement
E-Paper

টুকরো খবর

মঙ্গলবার রাতে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল সূত্রের খবর, ওটিতে থাকা স্টেবিলাইজারের উপর একটি ভিজে কাপড় রাখার ফলে কাপড়টি পুড়ে যায়।

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৪৯

ওটিতে ধোঁয়া, আতঙ্ক
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর

মঙ্গলবার রাতে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল সূত্রের খবর, ওটিতে থাকা স্টেবিলাইজারের উপর একটি ভিজে কাপড় রাখার ফলে কাপড়টি পুড়ে যায়। তা থেকেই ধোঁয়া বেরোতে থাকে। কমর্ীর্রাই তা নিয়ন্ত্রণ করেন।

উদ্ধার যুবকের দেহ, অভিযোগ আত্মহত্যায় প্ররোচনার

দরজা ভেঙে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের মল্লিকপাড়ার সানিপাড়ায়। মৃতের নাম সুকুমার মুখোপাধ্যায় (৩৫)। তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে এক মহিলা এবং তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে। পুলিশ জানায়, দুই শিশুকন্য-সহ মহিলা, তাঁর স্বামী এবং শ্বশুর পলাতক। তাঁর বাবাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সুকুমার ইমারতি দ্রব্যের ব্যবসা করতেন। এ দিন সকালে তাঁর দেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠায় পুলিশ। প্রাথমিক ভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ। পরে মৃতের বাবা শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাতে তিনি ছেলের মৃত্যুর জন্য শ্রীরামপুরেরই কেএম ভট্টাচার্য স্ট্রিটের বাসিন্দা এক যুবতী এবং তাঁর স্বামী, শ্বশুর ও বাবাকে দায়ী করেছেন। পুলিশের কাছে মৃতের বাড়ির লোকজন দাবি করেন, অবিবাহিত ওই যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে ওই মহিলার সম্পর্ক ছিল। তিনি সুকুমারকে মানসিক চাপ দিয়ে অনেক টাকা, সোনাদানা-সহ অন্য দামি জিনিস হাতিয়ে নেন। বাকি তিনজনও তাতে জড়িত। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই মহিলার বাবাকে গ্রেফতার করে। তদন্তকারী এক অফিসার বলেন, “অন্য তিন অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে।”

নাবালিকাকে কুপ্রস্তাব, ধৃত

বাড়িতে ঢুকে এক নাবালিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে প্রতিবেশী এক যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা। মঙ্গলবার রাতে খানাকুল গ্রামীণ হাসপাতাল সংলগ্ন পাড়ায় ওই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে নবকুমার বাগ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। বুধবার ধৃতকে আরামবাগ আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দশম শ্রেণির ওই ছাত্রী মায়ের পাশে শুয়ে ছিল। অভিযোগ নবকুমার রাত ১২টা নাগাদ বাড়ির পাঁচিল টপকে ঢুকে জানালা দিয়ে কিশোরীকে ডাকে ও কুপ্রস্তাব দেয়। কিশোরী তার মাকে ডাকলে দু’জনের চিত্‌কারে প্রতিবেশিরা এসে ওই যুবককে ধরে ফেলে মারধর শুরু করে, পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আত্মঘাতী দম্পতি

পারিবারিক বিবাদের জেরে আত্মহত্যা করেছেন এক দম্পতি। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে হাওড়ার উদয়নারায়ণপুরের বিনোদবাটি গ্রামে। মৃতদের নাম, অষ্টপদ (৪০) ও সুজাতা (৩৭) বেরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে রান্না করা নিয়ে দম্পতির মধ্যে ঝগড়া হয়। সেই সময়ে সুজাতাদেবী রান্নাঘরে দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। স্ত্রীকে বাঁচাতে পড়শিদের সাহায্যে দরজা ভেঙে ঢুকে তাঁকে উদ্ধার করেন অষ্টপদ। তাতে কিছুটা জখমও হন তিনি। দগ্ধ সুজাতাদেবীকে প্রথমে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কলকাতায় নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। সেই খবর পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান অষ্টপদ। বুধবার সকালে কাছেই একটি সাঁকোতে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়।

জিতল বাম

বেলুড়ের অ্যালুমিনিয়াম কারখানা হিন্ডালকো-র সমবায় নির্বাচনে ১২টি আসনেই জিতল বামপন্থী প্রগতিশীল শ্রমিক সংগঠন। এই নির্বাচনটিকে কেন্দ্র করে প্রথম থেকেই বিতর্ক বেধেছিল। কারণ, বাম ও কংগ্রেস শ্রমিক সংগঠন সব ১২টি আসনে প্রার্থী দিলেও তৃণমূল প্রথমে মাত্র আটটি আসনে প্রার্থী দিয়েছিল। পরে তাঁদেরও প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে লড়াইটা হয় শুধু কংগ্রেস ও বামের মধ্যে। স্থানীয় বাম নেতৃত্ব সূত্রের খবর, ১৯৮৭ সালের পর থেকে বাম সংগঠনই এই সমবায়ে জিতে এসেছে। তবে ২০১০ সালে ১২টি আসনের মধ্যে তিনটি পায় কংগ্রেস। পরে বাম সংগঠনের এক জন কংগ্রেসে যোগ দেন।

অস্বাভাবিক মৃত্যু

এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানের খাদিনানঘাট এলাকায়। মৃতের নাম মহারানি হাতি (৪০) বলে পুলিশ জানিয়েছে। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের সবং-এ। পেশায় দিনমজুর মহারানি খাদিনানঘাটে ভাড়াবাড়িতে থাকতেন। ওইদিন বাড়ির কাছে তাঁর ক্ষতবিক্ষত দেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিত্‌সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পঞ্চায়েত অফিসে চুরি

তালা ভেঙে চুরির ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার হাসনাবাদের আমলানি পঞ্চায়েত ভবনে। মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা ভবনের পিছনের গ্রিলের তালা ভেঙে ঢুকে দোতলার ঘর থেকে কম্পিউটার-সহ নগদ কয়েকশো টাকা এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে পালায়। তদন্তে নেমেছে পুলিশ।

কোথায় কী

গুপ্তিপাড়ায় বইমেলা

নানা অনুষ্ঠানে শেষ হল হুগলির গুপ্তিপাড়ার প্রথম বইমেলা। গুপ্তিপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে পাঁচ দিনের ওই মেলা আরম্ভ হয় গত ১৩ ফেব্রুয়ারি। উদ্বোধন করেন কেন্দ্রের লৌহ এবং স্টিল মন্ত্রকের পূর্ব ও উত্তর-পূর্বের রিজিওনাল ডেভেলপমেন্ট কমিশনার সন্দীপন ধর। ওই দিন সকালে সেখানকার ৩টি পঞ্চায়েত এলাকা জুড়ে মোটরবাইক র্যালি বের হয়। মেলা কমিটির সম্পাদক সুব্রত মণ্ডল জানান, গ্রামীণ এই বইমেলায় ২৫টি প্রকাশনা সংস্থা মেলায় অংশগ্রহণ করে। আশপাশের এলাকা ছাড়াও পার্শ্ববর্তী জেলা বর্ধমান এবং গঙ্গার ওপারে নদিয়া থেকেও বইপ্রেমীরা মেলায় আসেন। ছাত্রছাত্রীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। বই বিকিকিনির পাশাপাশি সাংস্কৃতিক মঞ্চে ছিল নাচ, গান, একাঙ্ক নাটক-সহ নানা অনুষ্ঠান। অঙ্কন নিয়ে কর্মশালা হয়। এ ছাড়াও আয়োজিত হয় আলোচনাচক্র। বিখ্যাত বংশীবাদক প্রভাস কেজরিবাল বাঁশি বাজিয়ে শোনান। বিভিন্ন দিনে সাহিত্য জগতের বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

বসন্ত এসে গেছে...। উলুবেড়িয়ায় সুব্রত জানার ছবি।

বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান।—নিজস্ব চিত্র।

southbengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy