Advertisement
E-Paper

টুকরো খবর

মঙ্গলবার রাতে পুড়শুড়ার বৈকুন্ঠপুরে এক বিজেপি নেতার পারিবারিক বিবাদে নাক গলানো এবং তাঁকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে। বুধবার শেখ আব্দুল রহিম হায়াতি নামে ওই বিজেপির জেলা সংখ্যালঘু সেলের ওই সদস্য থানায় স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য আলতাব মোল্লার নেতৃত্বে মারধর এবং হুমকির অভিযোগ দায়ের করেছেন।

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০২:০৫

বিজেপি নেতাকে মারধর, অভিযুক্ত তৃণমূল

নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

মঙ্গলবার রাতে পুড়শুড়ার বৈকুন্ঠপুরে এক বিজেপি নেতার পারিবারিক বিবাদে নাক গলানো এবং তাঁকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে। বুধবার শেখ আব্দুল রহিম হায়াতি নামে ওই বিজেপির জেলা সংখ্যালঘু সেলের ওই সদস্য থানায় স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য আলতাব মোল্লার নেতৃত্বে মারধর এবং হুমকির অভিযোগ দায়ের করেছেন। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করে তৃণমূল পঞ্চায়েত সদস্য আলতাব মোল্লা বলেন, “আব্দুল রহিম হায়াতি তার বৃদ্ধা মাকে মারধর করছিল। প্রতিবেশীরাই প্রতিবাদ করেছে। রাজনীতির সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে একই বাড়িতে বাস করলেও পৃথক অন্নে থাকা বিজেপি নেতা শেখ আব্দুল রহিম হায়াতির মা রহিমা বেগমের সঙ্গে তাঁর স্ত্রী আফরোজা বেগমের ঝগড়া বাধে। দু’জনের হাতাহাতি হয় বলেও অভিযোগ। ঘটনার পর সকাল ১০টা নাগাদ প্রতিবেশী কয়েকজনের সঙ্গে গিয়ে মা রহিমা বেগম পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর আধঘণ্টা পরে পাল্টা শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আফরোজা বেগম। আব্দুল রহিম হায়াতি তারকেশ্বরে দোরজির দোকানে কাজ করেন। প্রতিদিন সকালেই তিনি কাজে বেরিয়ে যান। রহিমের অভিযোগ, “কাজ থেকে বাড়ি ফেরার পর রাত ৯টা নাগাদ তৃণমূলের আলতাব মোল্লার নেতৃত্বে জনা পনেরো ছেলে ঘরে ঢুকে আমাকে হুমকি দেয়, কেন মায়ের নামে অভিযোগ দায়ের হল। তারপরেই ওই দলে থাকা শেখ মুস্তাফি ওরফে মস্তান নামে একজন আমাকে চড় মারে।” তাঁর অভিযোগ, তাঁকে হেনস্থা করার উদ্দেশ্যেই পারিবারিক বিবাদকে হাতিয়ার করছে তৃণমূল।

আলু নিয়ে স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া

পাঁচ দফা দাবিতে হুগলি জেলা আলু ব্যবসায়ী সমিতি স্মারকলিপি দিল জেলাশাসক এবং জেলা পরিষদের সভাধিপতিকে। বুধবার পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির অর্ন্তগত হুগলি জেলা আলু ব্যবসায়ী সমিতির পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল এই স্মারকলিপি দেন। তাঁদের দাবি, রাজ্য সরকারকে অবিলম্বে উৎপাদিত আলুর সহায়ক মূল্য ঘোষণা করতে হবে। নির্ধারিত সহায়ক মূল্যে সরকারকে কৃষকের কাছ থেকে বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে আলু ক্রয় করার ব্যবস্থা করতে হবে। এ বছর হিমঘরের ভাড়া কোনওভাবে বৃদ্ধি করা যাবে না। হিমঘরে আলু সংরক্ষণে সরকারকে স্বচ্ছ নীতি সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে এবং ব্যবসাদাররা বাইরের রাজ্যে আলু পাঠাতে পারবে কিনা তা মরসুমের শুরুতেই সরকারকে জানাতে হবে।

গোঘাটে যুবকের দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • গোঘাট

বুধবার বিকালে গোঘাটের গৌরাঙ্গবাটি গ্রামে একটি গাছ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বিচালির পাকানো দড়িতে তাঁর গলায় ফাঁস লাগানো ছিল। যুবকের বয়স আনুমানিক পঁয়ত্রিশ। মৃতদেহের গালে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের অনুমান, দুপুর নাগাদ ঘটনাটি ঘটে। বিকেলে গ্রামের লোকজন মাঠে কাজে গিয়ে দেহটি দেখে পুলিশে খবর দেন। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

থানা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

মঙ্গলবার সন্ধ্যায় আরামবাগ থানা থেকে স্থানীয় ৪৫ টি ক্লাবকে ক্যারম বোর্ড, ফুটবল, ভলিবল, বুট ইত্যাদি বিভিন্ন খেলার সরঞ্জাম দেওয়া হয়। এছাড়াও থানার তত্ত্বাবধানে থাকবে এমন একটি শববাহী গাড়ি ও থানা সহায়তা কেন্দ্রের উদ্বোধন হয়। বিধায়ক তহবিলের টাকায় শববাহী গাড়িটির উদ্বোধন করেন মহকুমা শাসক প্রতুলকুমার বসু এবং বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। থানার সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন আরামবাগ এসডিপিও শিবপ্রসাদ পাত্র।

বাগনানে শিশু উৎসব

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

হাওড়ার বাগনানে শিশু উৎসব হয়ে গেল। গত রবিবার এখানকার বিশ্বদীপ ভবনে ওই অনুষ্ঠানের আয়োজন করে নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ। উদ্বোধন করেন কবি ও ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার। উপস্থিত ছিলেন উদ্যোক্তা সংস্থার কেন্দ্রীয় সম্পাদক রাসবিহারী দত্ত। অনুষ্ঠানে শিশু সাহিত্য সম্পর্কে আলোচনার জমজমাট আসর বসে। রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, ছড়ার গান, ছড়াপাঠ, আবৃত্তি পরিবেশিত হয়। সঞ্চালনা করেন হাওড়া জেলা শিশু সাহিত্য সংসদের সম্পাদক তারক রায়।

southbengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy