Advertisement
E-Paper

পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে কমিটি গঠন হুগলিতে

অবশেষে হুগলি জেলার পঞ্চায়েতগুলিতে জাতীয় গ্রামীণ পানীয় জল সরবরাহ কর্মসূচির অধীন ‘ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি’ গঠনের প্রক্রিয়া শুরু হল। গ্রাম ধরে ধরে নিরাপদ পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করতে প্রতিটি পঞ্চায়েতে এই কমিটি গঠনের সরকারি প্রস্তাব নেওয়া হয়েছিল আগেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৫ ০১:৩৩

অবশেষে হুগলি জেলার পঞ্চায়েতগুলিতে জাতীয় গ্রামীণ পানীয় জল সরবরাহ কর্মসূচির অধীন ‘ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি’ গঠনের প্রক্রিয়া শুরু হল। গ্রাম ধরে ধরে নিরাপদ পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করতে প্রতিটি পঞ্চায়েতে এই কমিটি গঠনের সরকারি প্রস্তাব নেওয়া হয়েছিল আগেই। স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি সফল করতে গত আর্থিক বছরেই সেই সংক্রান্ত নির্দেশিকা পাওয়া যায়। কিন্তু কমিটি কোথাও গঠন হয়নি। শেষ পর্যন্ত জেলার ব্লক প্রশাসনগুলির তত্ত্বাবধানে অবিলম্বে ওই কমিটি গঠনে জোর দেওয়া হয়েছে।

কিন্তু এতদিন কমিটি গঠনে গড়িমসির কারণ?

জেলার বিডিওদের বক্তব্য, বিষয়টি নিয়ে মানুষের মধ্যে সচেতনতা ছিল না। সেই সচেতন গড়ে তোলার লক্ষ্যেই প্রাথমিকভাবে ব্লকস্তরে প্রশিক্ষণ হচ্ছে। এরপর পঞ্চায়েত স্তরে ওই প্রশিক্ষণ হবে। গোটা মার্চ মাস জুড়েই এই প্রশিক্ষণ পর্ব চলবে। প্রতিটি গ্রামে সুস্থ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চলতি বছরে মার্চের গোড়া থেকেই ‘ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি’ গঠনের তোড়জোড় শুরু হয়েছে। কমিটি গঠনের আগে পঞ্চায়েত স্তরের সমস্ত সদস্যদের নিয়ে ইতিমধ্যে ওই সংক্রান্ত প্রশিক্ষণ শিবিরও শুরু হয়ে গিয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকরা সেই প্রশিক্ষণ দিচ্ছেন।

আরামবাগ মহকুমা জনস্বাস্থ্য কারিগরি দফতরের সহকারী বাস্তুকার থিন সোম বলেন, “কমিটি গঠন নিয়ে পঞ্চায়েত সদস্যদের সচেতন করা হচ্ছে। কমিটির সদস্যদের তাঁদের দায়বদ্ধতা নিয়ে ওয়াকিবহল করা হচ্ছে। মহকুমার ৬৩টি পঞ্চায়েতে ‘ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি’ গঠন করা নিয়ে গত মঙ্গলবার থেকে প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। প্রথম দফায় মহকুমার ৬টি ব্লকের মধ্যে ৩টি ব্লক আরামবাগ-গোঘাট-১ এবং গোঘাট-২ এলাকার ৩১টি পঞ্চায়েতের সমস্ত সদস্যদের নিয়ে তিন দিনের প্রশিক্ষণ শিবির হয়ে গেল আরামবাগের রবীন্দ্রভবনে। ফের আজ, শনিবার থেকে একই জায়গায় বাকি তিনটি ব্লক পুড়শুড়া-খানাকুল-১ ও খানাকুল-২ এর ৩৩টি পঞ্চায়েতের সদস্যদের নিয়ে তিন দিনের প্রশিক্ষণ শিবির শুরু হবে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ওই কমিটি এলাকা পরিদর্শন করে পরিকল্পনা রচনা, প্রকল্প রূপায়ণ এবং জল সরবরাহ প্রকল্পের রক্ষণাবেক্ষণ করবে। গ্রামবাসীদের সক্রিয় অংশগ্রহণে সংশ্লিষ্ট পঞ্চায়েত সদস্যদের অন্তত ৫০ শতাংশ তপসিলি জাতি-উপজাতি মহিলারা সহ ৬ থেকে ১২ জন কমিটিতে থাকবেন। জল প্রকল্পের প্রস্তাব পাঠাতে হবে জেলা জনস্বাস্থ্য কারিগরি দফতরে।

southbengal arambagh committee drinking water
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy