Advertisement
১৯ মে ২০২৪

মাঝপথে কাজ বন্ধ শ্রীরামপুরে

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার কথা জানিয়ে রবিবার শ্রীরামপুরের ৮ এবং ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত একটি রাস্তা সংস্কারের কাজ বন্ধের নির্দেশ দিলেন পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায়।

•ভাঙা: এই রাস্তা নিয়ে বিতর্ক। নিজস্ব চিত্র

•ভাঙা: এই রাস্তা নিয়ে বিতর্ক। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শ্রীরামপুর শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ০১:১২
Share: Save:

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার কথা জানিয়ে রবিবার শ্রীরামপুরের ৮ এবং ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত একটি রাস্তা সংস্কারের কাজ বন্ধের নির্দেশ দিলেন পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায়। কিন্তু দু’দিন আগে শুরু হওয়া কাজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় জল্পনা শুরু হয়। পুরপ্রধান‌ বলেন, ‘‘পরীক্ষার্থীদের নিয়ে গাড়ি চলাচলের যাতে অসুবিধা না হয়, সেই কারণেই কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। পরীক্ষা শেষ হয়ে গেলেই কাজ শুরু হবে।’’

পুরপ্রধানের নির্দেশের পরেই তড়িঘড়ি রাস্তা সংস্কারের সরঞ্জাম সরিয়ে ফেলা হয়। শুরু হয় যান চলাচল। এর পরেই রাস্তার কাজে অনিয়ম হয়েছে বলে কানাঘুষো চলতে থাকে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে। খোঁড়াখুঁড়ির পরেও কাজ বন্ধ হয়ে যাওয়ায় লোকজনের চলাফেরায় সমস্যা হবে বলেও আশঙ্কা করা হয়। ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরমোবন দে অবশ্য অনিয়মের আশঙ্কার কথা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘‘কাগজপত্রে কিছু সমস্যা ধরা পড়েছে। সে সবও ঠিকঠাক করে নেওয়া হবে। এপ্রিলের শুরু থেকেই কাজ চালু হয়ে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Serampore Constructional work
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE