Advertisement
২৬ এপ্রিল ২০২৪

যে যেখানে দাঁড়িয়ে

হাওড়া পুরসভার বাজেট অধিবেশনে সোমবার সিপিএম কাউন্সিলরদের ধাক্কা দিয়ে বার করে দেওয়ার অভিযোগ উঠেছিল শাসক দলের কাউন্সিলরদের বিরুদ্ধে। ঘটনার পরে হাওড়ায় দলের পর্যবেক্ষক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন, এমন যদি ঘটে থাকে, ঠিক হয়নি।

বেধড়ক: সিপিএম কাউন্সিলর আসরাফ জাভেদের উপর চড়াও তৃণমূল কাউন্সিলর দেওকিশোর পাঠক। ছবি: দীপঙ্কর মজুমদার

বেধড়ক: সিপিএম কাউন্সিলর আসরাফ জাভেদের উপর চড়াও তৃণমূল কাউন্সিলর দেওকিশোর পাঠক। ছবি: দীপঙ্কর মজুমদার

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ০১:৫২
Share: Save:

হাওড়া পুরসভার বাজেট অধিবেশনে সোমবার সিপিএম কাউন্সিলরদের ধাক্কা দিয়ে বার করে দেওয়ার অভিযোগ উঠেছিল শাসক দলের কাউন্সিলরদের বিরুদ্ধে। ঘটনার পরে হাওড়ায় দলের পর্যবেক্ষক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন, এমন যদি ঘটে থাকে, ঠিক হয়নি।

কিন্তু হাওড়ার মেয়র রথীন চক্রবর্তী সোমবারের মতো মঙ্গলবারও অবস্থান বদলাননি। বিরোধী সদস্যের মুখ জোর করে চেপে ধরা উচিত হয়েছে কি না, এড়িয়েছেন সেই বিতর্কও। শুধু রাজ্যে গণতন্ত্র নেই বলে সিপিএমের অভিযোগ সম্পর্কে রথীনবাবুর প্রতিক্রিয়া, ‘‘যাঁরা ৩৪ বছর গণতন্ত্র ধ্বংস করেছেন, তাঁদের মুখে এ সব মানায় না। আমাদের দল গোলমাল চায় না। কেউ দোষ করলে ব্যবস্থা নেওয়া হবে।’’ সোমবারের ঘটনায় আক্রান্ত সিপিএম কাউন্সিলর আসরাফ জাভেদকে বাড়িতে দেখতে গিয়ে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য বলেন, ‘‘মাত্র দু’জন বিরোধী কাউন্সিলরকেও বলতে দেওয়া হবে না? বলতে গেলে মেরে মাটিতে ফেলে দেওয়া হবে? মুখ চেপে ধরা হবে? এ থেকেই বোঝা যায় রাজ্যে গণতন্ত্র নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Howrah Municipality Controversy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE