জেলার অনেক হাইমাদ্রাসার পরিচালন সমিতির মেয়াদ ফুরিয়েছে। কিন্তু করোনা-পরিস্থিতির জেরে তৈরি হয়নি নতুন সমিতি। ফলে, মিড-ডে মিল প্রকল্প রূপায়ন এবং শিক্ষকদের বেতন দেওয়া নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় বেশ কয়েকটি মাদ্রাসার কর্তৃপক্ষের তরফে মাদ্রাসা পর্ষদের কাছে পরিচালন সমিতির মেয়াদবৃদ্ধির আর্জি জানানো হয়েছে। পর্ষদ সূত্রের খবর, ওই মাদ্রাসাগুলির পরিচালন সমিতির মেয়াদ বাড়ানো হবে।
হাওড়ার শ্যামপুরের খাজনা বাহালা হাই মাদ্রাসার পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়েছে গত ১৪ জুলাই। দ্রুত মেয়াদ বাড়ানো না-হলে পরের মাসে মিড-ডে মিল দেওয়া নিয়ে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা মাদ্রাসার প্রধান শিক্ষক মনিরুল ইসলামের। এমনকি, চলতি মাসের বেতন পেতেও সমস্যায় পড়তে পারেন শিক্ষকেরা। কারণ ওই কাজগুলির জন্য পরিচালন সমিতির সম্পাদকের স্বাক্ষরের প্রয়োজন হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, পরিচালন সমিতির মেয়াদ না-বাড়ালে মিড-ডে মিল চালাতে অসুবিধা হবে। মিড-ডে মিলের চাল রেশন ডিলার দেন। কিন্তু আলু, ডাল এবং সাবান কিনতে হয় মাদ্রাসার নিজস্ব তহবিল থেকে। পরিচালন সমিতির অনুমোদন না-থাকলের অর্থ খরচ করা যায় না।
‘রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা মিশন’ প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ায় রাজ্যের হাইস্কুলগুলিতে পরিচালন সমিতিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটাভুটি হয় না। কিন্তু হাইমাদ্রাসাগুলি ওই প্রকল্পের অধীনে আসেনি। ফলে এখনও ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিচালন সমিতিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচন করতে হয় ভোটাভুটির মাধ্যমে। রাজ্যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ অনুমোদিত হাই মাদ্রাসা রয়েছে প্রায় ৬০০টি। হাওড়ায় রয়েছে ৩৬টি। গত তিন মাসে জেলার বেশ কিছু মাদ্রাসার পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়েছে। করোনা পরিস্থিতিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচন না-হওয়ায় নতুন পরিচালন সমিতি গঠন করা যায়নি।
হাইমাদ্রাসাগুলির পরিচালন সমিতির নির্বাচিত হয় তিন বছরের জন্য। তিন বছর আগে মার্চ থেকে অগস্টের মধ্যে যে সব মাদ্রাসার পরিচালন সমিতি গঠিত হয়েছিল, চলতি বছরের ওই সময়কালে সেই সমিতিগুলির মেয়াদ শেষ হওয়ার কথা। মাদ্রাসা পর্ষদ সূত্রের খবর, ১৫ মার্চের আগে যে সব পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়েছে, সেগুলির মেয়াদবৃদ্ধি করা হয়েছে।
মনিরুল বলেন, ‘‘১৫ মার্চের পরেও বহু মাদ্রাসার পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়েছে। সেই সমিতিগুলির মেয়াদ বাড়ানো হয়নি। আমার মাদ্রাসা পরিচালন সমিতির মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়ে পর্ষদকে চিঠি দিয়েছি। কিন্তু কোনও সদর্থক উত্তর পাইনি।’’ এ বিষয়ে মাদ্রাসা পর্ষদের এক কর্তা জানান, বাকি মাদ্রাসাগুলির পরিচালন সমিতির মেয়াদ বাড়ানো হবে। খুব শীঘ্রই এ বিষয়ে নির্দেশিকা জারি হবে।