Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বালকের মৃত্যুতে হুকিংয়ের নালিশ ঘিরে বিক্ষোভ

বাড়ির পাশের খালে মাছ ধরতে গিয়ে এক বালকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল উলুবেড়িয়ার ধুলোসিমলার রংমহল এলাকায়।

শোকার্ত পরিবার। ইনসেটে মৃত শেখ রাজ। —নিজস্ব চিত্র।

শোকার্ত পরিবার। ইনসেটে মৃত শেখ রাজ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদাদতা
উলুবেড়িয়া শেষ আপডেট: ১৩ জুন ২০১৬ ০৭:০০
Share: Save:

বাড়ির পাশের খালে মাছ ধরতে গিয়ে এক বালকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল উলুবেড়িয়ার ধুলোসিমলার রংমহল এলাকায়। প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে অবৈধভাবে নেওয়া বিদ্যুতের তারে তড়িদাহত হয়েই বালকটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে ওই ব্যক্তিকে গ্রেফতারের দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পুলিশ গিয়ে এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বাসিন্দারা মৃতদেহ তুলতে দেয়। পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে। শনিবার সন্ধ্যায় ওই ঘটনায় প্রতিবেশীর বিরুদ্ধে উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। মৃতের পরিবারের তরফে। যদিও পুলিশ রবিবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি।

পুলিশ জানিয়েছে, মৃত বালক শেখ রাজ (৯) স্থানীয় রংমহল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। শনিবার বিকেলে বাড়ির পাশের একটি খালে রাজ মাছ ধরতে গিয়েছিল। কিছুক্ষণ পরে এক প্রতিবেশী একটা লোহার রড ধরে থাকা অবস্থায় রাজের দেহ খালের জলে ভাসতে দেখেন। ডাকাডাকি করে সাড়া না পেয়ে তাঁর সন্দেহ হয়। তিনিই রাজের বাড়ির লোকজনকে খবর দেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাজকে মৃত ঘোষণা করেন।

গ্রামবাসীর অভিযোগ, রাজের প্রতিবেশী আলি হোসেনের বাড়িতে হুকিং করে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। বাড়ির বিদ্যুতের আর্থিং করা হয়েছিল খালের ধারে। তাঁদের সন্দেহ, ওই তারেই বিদুৎস্পৃষ্ট হয়ে রাজের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতদেহ আটকে এলাকায় বিক্ষোভ শুরু হয়।

খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশকে দেখে গ্রামবাসীরা দাবি তোলেন, আলি হোসেনের বাড়ির বিদ্যুৎ সংযোগ থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজের মৃত্যু হয়েছে। তাই তাকে গ্রেফতার করতে হবে। পুলিশ তদন্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ থামে।

রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির উলুবেড়িয়া ডিভিশনের এক কর্তা জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি নিয়ে দফতর তদন্ত করবে। যদি দেখা যায় হুকিং করতে গিয়েই ঘটনাটি ঘটেছে তাহলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে ধুলোসিমলা, রংমহল সহ বিভিন্ন জায়গায় ব্যাপক হারে হুকিং করে বিদ্যুৎচুরি চলছে। হুকিং রুখতে তাঁরা বিভিন্ন সময় অভিযানও চালান। তা সত্ত্বেও অবস্থার কোনও পরিবর্তন হয় না। তাঁদের বক্তব্য, মানুষকেও এই নিয়ে সচেতন হতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

electrocuted death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE