Advertisement
০৫ মে ২০২৪

ট্রাক্টর খারাপ, অনুষ্ঠানে ব্যাহত জল সরবরাহ

ট্রাক্টর খারাপ। আর সেই কারণেই প্রায় দু’মাস ধরে অনুষ্ঠান বাড়িতে জল সরবরাহ বন্ধ পান্ডুয়ায়। পান্ডুয়ায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। এ নিয়ে অভাব-অভিযোগও রয়েছে।

নিজস্ব সংবাদদাতা
পান্ডুয়া শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৬ ০১:৩১
Share: Save:

ট্রাক্টর খারাপ। আর সেই কারণেই প্রায় দু’মাস ধরে অনুষ্ঠান বাড়িতে জল সরবরাহ বন্ধ পান্ডুয়ায়।

পান্ডুয়ায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। এ নিয়ে অভাব-অভিযোগও রয়েছে। জলের সংযোগ নিয়ে বাসিন্দারা অনেক আন্দোলন করলেও লাভ হয়নি। এমনকী পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকাবাসীর কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া হলেও জলের সমস্যার সমাধান হয়নি। এই অবস্থায় বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে জলের সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। সেই সমস্যা মেটাতে ২০১৩ সালের নভেম্বর মাসে সাংসদ কোটার অর্থানকুল্যে পান্ডুয়ায় হুগলি রেগুলেটিং বাজারকে একটি ট্রাক্টর এবং চারটি জলের ট্যাঙ্ক দেওয়া হয়। সাধারণ মানুষ কোনও অনুষ্ঠানের জন্য ৪০০ টাকার বিনিময়ে এই রেগুলেটিং বাজারের পানীয় জলের ট্যাঙ্ক পেতেন। কিন্তু গত মে মাস থেকে ট্রাক্টরটি খারাপ। যার ফলে কোনও অনুষ্ঠানে জলের ট্যাঙ্ক পাঠানোও বন্ধ। কারণ ওই ট্রাক্টরই জলের ট্যাঙ্ক টেনে নিয়ে যেত। এই অবস্থায় অনের দূর থেকে জল এনে সমস্যা মেটাতে হচ্ছে বাসিন্দাদের।

রেগুলেটিং বাজারের আধিকারিক প্রবীর বিশ্বাস বলেন, ‘‘ট্রাক্টরটি খারাপ থাকার জন্য জল সরবরাহ করা যাচ্ছে না। চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সেটিকে সারিয়ে তোলার। শীঘ্রই সমস্যার সমাধান হবে আশা করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

water supply
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE