Advertisement
E-Paper

গ্রাম সড়কে জোর, আশা দেখছে হুগলি

বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বিশেষ জোর দিয়েছেন। ফলে হুগলি জেলায় গতিহীন হয়ে পড়া ওই প্রকল্পে আশা জাগিয়েছে। হুগলি জেলা পরিষদের এগজিকিউটিভ ইঞ্জিনিয়র উৎপলকুমার হাজরা বলেন, ‘‘২০১৩ সালে ৩৪টি রাস্তার প্রস্তাব পাঠানো হয়। তার মধ্যে অনুমোদন মেলে ১২টির। ৯টি রাস্তা হয়ে গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৬ ০০:১৪

বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বিশেষ জোর দিয়েছেন। ফলে হুগলি জেলায় গতিহীন হয়ে পড়া ওই প্রকল্পে আশা জাগিয়েছে। হুগলি জেলা পরিষদের এগজিকিউটিভ ইঞ্জিনিয়র উৎপলকুমার হাজরা বলেন, ‘‘২০১৩ সালে ৩৪টি রাস্তার প্রস্তাব পাঠানো হয়। তার মধ্যে অনুমোদন মেলে ১২টির। ৯টি রাস্তা হয়ে গিয়েছে। কিন্তু এখনও অনেক রাস্তার কাজ বাকি। নির্বাচনের পরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নিয়ে বিশেষ পরিকল্পনা হবে।’’

জেলা প্রশাসন সূত্রেই জানা গিয়েছে, জেলার এখনও অন্তত ৩০০র বেশি সংযোগকারী রাস্তা জরুরি। এ ছাড়াও বিভিন্ন গ্রামে মোরাম রাস্তার উন্নতির কাজও বাকি। জেলায় মোট মৌজার সংখ্যা ১৯৯৯টিএর মধ্যে প্রায় অর্ধেকই উন্নত যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত বলে। জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০০১ থেকে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৭৬টি রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে অনুমোদন পেয়েছে। তার মধ্যে সম্পূর্ণ হয়েছে ১০৮টির কাজ। বাকি ৬৮টি রাস্তার ৪টিতে জমি না পাওয়ায় বাতিল হয়েছে। ২০টির টেন্ডার নিষ্পত্তি হয়নি। কাজ চলছে ৪৪টির।

উল্লেখ্য, প্রস্তাবিত রাস্তা ও সম্পূর্ণ হওয়া কাজগুলির সিংহভাগই হয়েছে ২০০১ থেকে ২০০৭-২০১০ সাল পর্যন্ত। প্রকল্পটি রূপায়ণের কথা ছিল ২০০৭-২০০৮ আর্থিক বছরের মধ্যে। তারপর রাজনৈতিক অস্তিতার জেরে ২০১০ সাল পর্যন্ত ঢিমেতালে চলে। ২০১০ সালের পরে চালু গুটি কয়েক কাজ ছাড়া নতুন প্রস্তাবই পাঠানো হয়নি ২০১২ সাল পর্যন্ত (সেগুলি নির্মাণের প্রক্রিয়া শুরু হবে লোকসভা নির্বাচনের পরে)। এই পরিস্থিতির মধ্যে সম্প্রতি বাজেটে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার উপর জোর দেওয়ায় নতুন করে আশা দেখতে শুরু করেছেন এলাকাবাসী।

hoogly road emphasis
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy