Advertisement
২৪ এপ্রিল ২০২৪

মেয়েকে কটূক্তি, মার বাবাকে

চন্দননগরের পুলিশ কমিশনার অজয় কুমার বলেন, ‘‘থানাকে কড়া পদক্ষেপ করতে বলেছি।’’ পুরপ্রধান দিলীপ যাদব বলেন, ‘‘পালতের পুকুরে নানা অসামাজিক কাজের কথা কানে আসতে আলোর ব্যবস্থা করি। এর পরও এমন কেন ঘটল, খোঁজ নেব।’’

নিজস্ব সংবাদদাতা
উত্তরপাড়া শেষ আপডেট: ২৯ মে ২০১৮ ০৩:৪২
Share: Save:

তিন তরুণের কটূক্তিতে ভয় পেয়ে বাবাকে ফোন করেছিল কিশোরী। বাবা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেছিলেন। পরে দলবল জুটিয়ে অভিযুক্তেরা মাটিতে ফেলে বেধড়ক মারল বাবাকে।

রবিবার রাতে উত্তরপাড়ার ভদ্রকালীর পালতের মাঠে একটি ক্লাবের সামনে ওই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে। আক্রান্ত সিদ্ধার্থ ভট্টাচার্য থানায় অভিযোগ দায়ের করেছেন। সোমবার বিকেল পর্যন্ত কেউে ধরা পড়েনি। চন্দননগরের পুলিশ কমিশনার অজয় কুমার বলেন, ‘‘থানাকে কড়া পদক্ষেপ করতে বলেছি।’’ পুরপ্রধান দিলীপ যাদব বলেন, ‘‘পালতের পুকুরে নানা অসামাজিক কাজের কথা কানে আসতে আলোর ব্যবস্থা করি। এর পরও এমন কেন ঘটল, খোঁজ নেব।’’

সিদ্ধার্থবাবুর মেয়ে ও তার বান্ধবীকে রবিবার তিন তরুণ কটূক্তি করে বলে অভিযোগ। সিদ্ধার্থবাবু ধমকালে তারা পাল্টা চোটপাট করে ফিরে যায়। রাতে আইপিএল ফাইনাল দেখতে সিদ্ধার্থবাবু পাড়ার ক্লাবে যান। অভিযুক্তেরা দলবল জুটিয়ে সেখানে চড়াও হয় বলে অভিযোগ। সিদ্ধার্থবাবু বলেন, ‘‘আমি তখন একা ছিলাম। ওরা মেরে জামা ছিঁড়ে দেয়। কোমরে পর পর লাথি পড়তে থাকে। কোনও মতে বাড়ি ফিরি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Beating Commentary
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE