Advertisement
২২ মে ২০২৪

আগেই শিলান্যাস, পরে মিলল জমি

জমি না পেলেও শিলান্যাস হয়ে গিয়েছিল কিসান মান্ডির। ২০১২ সালে ৪ জুন আরামবাগে রেলের উদ্বোধন করতে এসে সেই মঞ্চ থেকেই আরামবাগ ব্লকে কিসান মান্ডির শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত এতদিনে মিলেছে জমি। সরকারি ওই কৃষি বাজার তৈরির জন্য মাসখানেক আগে কৃষি বিপণন দফতরকে ২ একর জমি হস্তান্তর করেছে গৌরহাটি সমবায় হিমঘর কতৃর্পক্ষ।

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ শেষ আপডেট: ২০ মে ২০১৫ ০১:০৯
Share: Save:

জমি না পেলেও শিলান্যাস হয়ে গিয়েছিল কিসান মান্ডির। ২০১২ সালে ৪ জুন আরামবাগে রেলের উদ্বোধন করতে এসে সেই মঞ্চ থেকেই আরামবাগ ব্লকে কিসান মান্ডির শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত এতদিনে মিলেছে জমি। সরকারি ওই কৃষি বাজার তৈরির জন্য মাসখানেক আগে কৃষি বিপণন দফতরকে ২ একর জমি হস্তান্তর করেছে গৌরহাটি সমবায় হিমঘর কতৃর্পক্ষ। মঙ্গলবার সেখানে সপার্ষদ আরামবাগের তৃণমূল বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা নারকেল ফাটিয়ে কিষান মান্ডির ফলক স্থাপন করেন। তবে কৃষি বিপণন দফতর বা সরকারি তরফে কোনও প্রতিনিধি অনুষ্ঠানে ছিলেন না। এ ব্যাপারে কৃষি বিপণন আধিকারিক ভবেশ দাসের যুক্তি, ‘‘অনুষ্ঠানটি সরকারি ছিল না। তা ছাড়া মুখ্যমন্ত্রী আগেই শিলান্যাস করে গিয়েছেন। নির্মাণ শেষ হলে সরকারিভাবে এর উদ্বোধন হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kisan mandi mamata bandopadhyay trinamool tmc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE