Advertisement
E-Paper

ভোল বদলাচ্ছে উলুবেড়িয়া আদালত, মামলার হাল জানতে কিয়স্ক

এটিএমের মতো এই যন্ত্রে মামলার নম্বর দিয়ে বোতাম টিপলেই সব তথ্য লিখিত আকারে বেরিয়ে আসবে।

নুরুল আবসার

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ ০৫:০১
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাম‌লার কী অবস্থা, পরবর্তী শুনানির দিন কবে— এ সব জানতে বিচারপ্রার্থীদের আর আইনজীবীর দ্বারস্থ হতে হবে না। উলুবেড়িয়া মহকুমা আদালতে চালু হচ্ছে কিয়স্ক। এটিএমের মতো এই যন্ত্রে মামলার নম্বর দিয়ে বোতাম টিপলেই সব তথ্য লিখিত আকারে বেরিয়ে আসবে। এই পরিষেবা মিলবে নিখরচায়। মহকুমা আদালতে এর জন্য জায়গাও চিহ্নিত হয়েছে। শীঘ্রই কিয়স্ক বসানোর কাজ শুরু হবে বলে আদালত প্রশাসন সূত্রের খবর।

আদালতের পরিবেশকে পরিচ্ছন্ন ও উন্নত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই মতো শুধু ওই কিয়স্ক বসানোই নয়, পরিকাঠামোগত দিক দিয়েও ওই আদালতের ভোল পাল্টাতে চলেছে বলে সেখানকার প্রশাসনের এক পদস্থ কর্তা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘কী কী কাজ করা হল সেই রিপোর্টও সুপ্রিম কোর্টের কাছে পাঠানো হবে।’’

কী বদল আসছে আদালতে?

আদালত প্রশাসন সূত্রের খবর, সেখানে বিচারপ্রার্থী এবং সাক্ষীদের বসার কোনও জায়গা নেই। তাঁরা এজলাসের আশপাশে ঘোরাফেরা করেন। ডাক পড়লে এজলাসে হাজির হন। তাঁদের মধ্যে অনেক মহিলাও রয়েছে। অনেক ক্ষেত্রে তাঁদের সঙ্গে শিশুসন্তানও থাকে। বসার জায়গার অভাবে তাঁরাও যত্রতত্র ঘোরাফেরা করেন। সেই অব্যবস্থারও অবসান ঘটতে চলেছে। বিচারপ্রার্থী এবং সাক্ষীদের অপেক্ষা করার জন্য তৈরি হচ্ছে ঝাঁ চকচকে বসার জায়গা। সেখানে চেয়ার থাকবে। লাগানো হবে আলো-পাখা। ফলে, তাঁরা যতক্ষণ পর্যন্ত না ডাক পাচ্ছেন ততক্ষণ এখানে বসে অপেক্ষা করতে পারবেন।

আদালত প্রশাসন সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, যে সব মহিলা সাক্ষী সঙ্গে শিশুসন্তান নিয়ে আসবেন, তাঁরা সাক্ষ্য দিতে যাওয়ার সময়ে তাঁদের শিশুসন্তানদের যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্য ‘ক্রেশ’ করতে হবে। কিন্তু উলুবেড়িয়া মহকুমা আদালতে ‘ক্রেশ’ করার কোনও জায়গা নেই বলে আপাতত শুধুমাত্র বিচারপ্রার্থীদের বসার জায়গাটি করা হচ্ছে।

ল’ক্লার্কদেরও বসার জায়গা নতুন করে সাজানো হচ্ছে। আদালত চত্বরে অনেক গাছ আছে। ল’ক্লার্কদের বসার জায়গা করতে গিয়ে গাছের জন্য বেশ সমস্যা হয়। কিন্তু সেগুলি না-কেটেই ল’ক্লার্কদের বসার জায়গা করা হচ্ছে। গাছগুলি লোহার বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। যাতে সেগুলি কেউ নষ্ট করতে না পারেন। সব মিলিয়ে ল-ক্লার্কদের বসার জায়গাটি গড়ে তোলা হচ্ছে পরিবেশ-বান্ধব হিসাবে।

আদালত প্রশাসনের এক পদস্থ কর্তা জানান, আদালত চত্বর মানেই কাঠের বেঞ্চ, ল’ক্লার্কের জন্য টালির চালের এক চিলতে জায়গা, বিচারপ্রার্থীদের যত্রতত্র ঘুরে বেড়ানো— এই সব বন্ধ করে পরিকাঠামোর সংস্কার করা হচ্ছে।

Uluberia Court Kiosk Service
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy