দুর্গাপুজোর মুখে বন্ধ হয়ে গিয়েছিল হুগলির কুন্তীঘাটের সুতো তৈরির কারখানা কেশোরাম রেয়ন। দু’মাস বন্ধ থাকার পরে আজ, শনিবার থেকে ফের খুলছে ওই সুতোকল। শুক্রবার বিকেলে কলকাতায় শ্রমমন্ত্রী মলয় ঘটকের দফতরে ত্রিপাক্ষিক বৈঠকে ওই সিদ্ধান্ত হয়। দাবিমতো বোনাস না পেয়ে পুজোর আগে ওই কারখানায় আন্দোলনে নামেন শ্রমিকেরা। আন্দোলনের জেরে উৎপাদন ব্যাহত হচ্ছে, এই অভিযোগে ৪ অক্টোবর ‘সাসপেনসন অব ওয়ার্ক’ ঘোষণা করেন কারখানা কর্তৃপক্ষ। এর ফলে প্রায় চার হাজার শ্রমিক বেকার হন। শুক্রবার বিকেলে ত্রিপাক্ষিক বৈঠকে মন্ত্রী মলয়বাবু ছাড়াও রাজ্যের অতিরিক্ত শ্রম কমিশনার মহম্মদ নাসিম, চন্দননগরের উপ-শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত, বলাগড়ের বিধায়ক অসীম মাঝি উপস্থিত ছিলেন। কারখানা কর্তৃপক্ষ এবং পাঁচটি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন। শ্রম দফতর সূত্রে খবর, বৈঠকে সিদ্ধান্ত হয় আজ, শনিবার কর্তৃপক্ষ কারখানা খোলার নোটিস ঝুলিয়ে দেবেন। আজ থেকে রক্ষণাবেক্ষণের কাজও চালু করা হবে। উৎপাদন শুরু হবে আগামী ১৯ ডিসেম্বর।
বিধায়ক অসীমবাবু বলেন, ‘‘বোনাস নিয়ে যে সমস্যা ছিল কারখানা খুলে আলাপ-আলোচনা করে তা মেটানো হবে। অন্যান্য সমস্যাও আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা হবে।’’