Advertisement
০৮ মে ২০২৪
চার মাসে সাতটি বাইক দুর্ঘটনা

হেলমেটে মাথা ঢাকুন, মিছিলে বার্তা পুলিশের

হেলমেট পরুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলমেট নিয়ে সতর্কতার সুর টেনে মোটরবাইক আরোহীদের সেই বার্তা দিতে পথে নামলেন শ’য়ে শ’য়ে মানুষ। হেলমেটে মাথা ঢাকা বাইকের সেই শোভাযাত্রায় কে ছিলেন না!

হেলমেট পরুন। সচেতনতায় বাইক মিছিল। রবিবার সুব্রত জানার ছবি।

হেলমেট পরুন। সচেতনতায় বাইক মিছিল। রবিবার সুব্রত জানার ছবি।

নিজস্ব সংবাদদাতা
উদয়নারায়ণপুর শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৬ ০২:১৮
Share: Save:

হেলমেট পরুন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলমেট নিয়ে সতর্কতার সুর টেনে মোটরবাইক আরোহীদের সেই বার্তা দিতে পথে নামলেন শ’য়ে শ’য়ে মানুষ। হেলমেটে মাথা ঢাকা বাইকের সেই শোভাযাত্রায় কে ছিলেন না! রাজনৈতিক নেতা থেকে পুলিশ কর্মী, সামিল ছিলেন সকলেই। রবিবার হাওড়ার উদয়নারায়ণপুরে এই মিছিলের উদ্যোক্তা ছিল পুলিশ।

জাতীয় সড়ক লাগোয়া জেলার মহকুমা সদর উলুবেড়িয়া ছেড়ে উদয়নারায়ণপুরে মিছিল কেন?

হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান, এখানে জাতীয় সড়ক না থাকলেও রয়েছে একাধিক রাজ্য সড়ক। অথচ বাস যোগাযোগ ব্যবস্থা ভাল নয়। ফলে মোটরবাইক আরোহীর সংখ্যা বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনাও। গত চার মাসে সাতটি মোটরবাইক দুর্ঘটনা ঘটেছে এলাকায়। তিনটি ক্ষেত্রে মৃত্যু হয়েছে। চারটি ক্ষেত্রে আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্তরা কেউই হেলমেট পরেননি বলে পুলিশ জানতে পেরেছে। আর তা মাথায় রেখেই এখানে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান। যার অঙ্গ হিসাবে রবিবার এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে হেলমেট মাথায় বাইক র‌্যালির মাধ্যমে প্রচারাভিযান চালায় পুলিশ।

উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে ভবানীপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তায় শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন সাতশোরও বেশি মানুষ। উলুবেড়িয়ার এসডিপিও সুনীল সিকদার, উদয়নারায়ণপুরের বিডিও দেবাশিস চৌধুরী, বিধায়ক সমীর পাঁজা, উদয়নারায়ণপুরের ওসি শৈলেন্দ্র উপাধ্যায়-সহ প্রায় তিনশো সিভিক ভলান্টিয়ারও ছিলেন। বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ জন প্রতিনিধিদের দেখা গিয়েছে শোভাযাত্রায়। ভবানীপুরে বাইক মিছিলের শেষে এসডিপিও এবং থানার ওসি জনতার উদ্দেশে হেলমেট নিয়ে সচেতনতার বার্তা দেন। বিধায়ক সমীর পাঁজা বলেন, ‘‘আপনারা নিজে হেলমেট ব্যবহার করুন এবং অন্যকেও ব্যবহার করতে বলুন।’’

কতটা সচেতন পথচারীরা?

অনিল সাপুই নামে এক যুবক শোভাযাত্রা চলাকালীন হেলমেট না পরেই মোটরবাইক চালিয়ে আসছিলেন। মিছিল দেখে চুপিসাড়েই অন্য রাস্তা ধরলেন তিনি। যদিও হেলমেট না পরার ভুল স্বীকার করে বললেন, ‘‘এ বার থেকে হেলমেট পরে বাইক চালাবো।’’

এদিন উলুবেড়িয়া থানার উদ্যোগেও একটি বাইক মিছিল হয় উলুবেড়িয়া মহকুমা শাসকের অফিস কাছ থেকে কুলগাছিয়া পর্যন্ত। প্রায় ২০০ পুলিশ কর্মী মিছিলে ছিলেন। মিছিলের পথে যে সব বাইক আরোহীদের বিনা হেলমেটে দেখা গিয়েছে, পুলিশ কর্মীরা বলেন, ‘‘আগে বাড়ি থেকে হেলমেট নিয়ে আসুন। তারপর রাস্তায় নামবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Police Possession Bike Helmet
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE