Advertisement
২৬ এপ্রিল ২০২৪
tmc

বিধানসভায় বিরোধী দল হওয়ার যোগ্য হবে না কেউ, হুগিলতে মন্তব্য শোভনদেবের

বিরোধীদের আক্রমণের পাশাপাশি তৃণমূলের যাঁরা দলবদল করতে চান তাঁদেরও কটাক্ষ করেন শোভনদেব। তবে কারও নাম নেননি তিনি।

বলাগড়ে তৃণমূলের কর্মীসভা। — নিজস্ব চিত্র

বলাগড়ে তৃণমূলের কর্মীসভা। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বলাগড় শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ ১৮:৪৯
Share: Save:

বিরোধী দল হতে গেলে যে সংখ্যক আসন লাগে তার ধারে কাছেও যেতে পারবে কোনও দল। ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচন নিয়ে এমনই ভবিষ্যদ্বাণী করলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রবিবার হুগলি জেলার বলাগড়ে তৃণমূলের কর্মী সম্মেলনে যোগ দিতে এসে তিনি বলেন, ‘‘বিধানসভায় বিরোধী দল হতে যত আসন লাগে তার ধারে কাছেও কেউ যেতে পারবে না।’’ বিরোধীদের আক্রমণের পাশাপাশি তৃণমূলের যাঁরা দলবদল করতে চান তাঁদেরও কটাক্ষ করেন শোভনদেব। তবে কারও নাম নেননি তিনি। দলবদল প্রসঙ্গে শোভনদেব বলেন, ‘‘সমুদ্র থেকে এক ঘটি জল তুলে নিলে যেমন কমে না, তেমন এক ঘটি জল ঢাললেও বাড়ে না।’’

বলাগড় বিধানসভা এলাকার সোমরাবাজারের কোলোরা মোড়ে গণবাণী ভবনে তৃণমূলের কর্মী সম্মেলনে যোগ দেন বিদ্যুৎ মন্ত্রী। ১৩টি গ্রাম পঞ্চায়েতের কর্মীরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন। মন্ত্রী শোভনদেব ছাড়াও ছিলেন জেলার বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে শোভনদেবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যাঁর উপর দায়িত্ব দেবেন তিনি এ ব্যাপারে কথা বলবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sovandeb chatterjee tmc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE