রবিবার আরামবাগের একটি সিনেমা হলে মাদক মিশ্রিত ফলের রস খাইয়ে তিন স্কুল ছাত্রের একজনের দামি মোবাইল ফোন লুঠের ঘটনা ঘটেছে। বাকি দু’জনের অবশ্য কিছু খোয়া যাওয়ার আগেই অন্য দর্শকদের ঘটনাটি চোখে পড়ে যা। হলের কর্মীরা তিনজনকেই আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। দ্বাদশ শ্রেণির ওই ছাত্রদের একজন জানায়, হলের মধ্যে নতুন বন্ধু হওয়া সমবয়সী এক জনের দেওয়া ফলের রস খেয়েছিল তারা। হাসপাতালের সুপার শান্তনু নন্দী বলেন, ‘‘থানায় জানানো হচ্ছে, অসুস্থদের চিকিত্সা চলছে।’’