দোকান সংস্কার এবং কর মকুবের দাবিতে বিক্ষোভ দেখালেন চন্দননগর স্ট্যান্ড রোড সংলগ্ন চার্চ রোডের বহু ব্যবসায়ী। মঙ্গলবার দোকান বন্ধ রাখেন তাঁরা। ফুটপাতে টেবিল চেয়ার পেতে ব্যবসা করেন। তাঁদের দাবি, এক টানা লকডাউন এবং পরবর্তী সময়ে করোনা সংক্রমণ রুখতে ওই এলাকাকে ‘গণ্ডিবদ্ধ’ ঘোষণা করায় তাঁদের ব্যবসায় ক্ষতি হয়েছে। এই অবস্থায় দোকান চালানোর জন্য চন্দননগর পুরসভাকে তাঁরা যে কর দেন, তা মকুব করা না-হলে আরও বড় ক্ষতির মুখে পড়বেন। দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুরসভা কর্তৃপক্ষ।
পুরসভা ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্দননগর স্ট্যান্ড সংলগ্ন চার্চ রোডের দু’পাশে পুরসভা নিয়ন্ত্রিত ৩০টি দোকান রয়েছে। দোকান চালানোর জন্য ব্যবসায়ীদের কর দিতে হয় পুরসভাকে। প্রায় ২০-২২ বছর ধরে তাঁরা ব্যবসা করছেন।
ব্যবসায়ীদের অভিযোগ, দোকানগুলির সংস্কারের দায়িত্ব পুরসভার থাকলেও তা তারা পালন করে না। দীর্ঘ সময় দোকানগুলির সংস্কার হয়নি। বিদ্যুতের লাইনের সংস্কার না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে। নিকাশি ব্যবস্থাও বেহাল।