দিন দুয়েক আগে রিষড়ার গাঁধী সড়কে ওই এলাকারই বাসিন্দা শেখ আলাউদ্দিনকে গুলি করে খুনের ঘটনায় এক দুষ্কৃতীকে বৃহস্পতিবার গ্রেফতার করল পুলিশ। উজ্জ্বল দাস নামে ওই দুষ্কৃতীকে শ্রীরামপুরের দিল্লি রোডের একটি ধাবার সামনে থেকে ধরা হয়। তার বাড়ি ডানকুনির বামুনারিতে। সে অপরাধের কথা কবুল করেছে বলে দাবি করেছেন হুগলির পুলিশ সুপার সুকেশ জৈন।
পুলিশ সূত্রের খবর, উজ্জ্বল দীর্ঘদিন ধরেই সমাজবিরোধীমূলক কাজে যুক্ত। সে রিষড়ার দুষ্কৃতী আক্রমের সহযোগী। কয়েক মাস আগে এক যুবককে গুলি করার অভিযোগে তাকে খোঁজা হচ্ছিল। বৃহস্পতিবারই উজ্জ্বলকে শ্রীরামপুর আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে ১৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। তদন্তকারীরা মনে করছেন, আলাউদ্দিনকে খুন করতে ভাড়াটে খুনি লাগানো হয়েছিল। তিন জন মোটরবাইকে চেপে এসে তাকে খুন করে। আরও কয়েক জন আশপাশে লক্ষ্য রাখছিল। ধৃত উজ্জ্বলও ওই কথা স্বীকার করেছে বলে পুলিশের দাবি। জেলা পুলিশের এক অফিসার বলেন, ‘‘আরও কয়েক জনের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার পিছনে কে বা কারা ছিল, কে-ই বা ভাড়াটে খুনি ঠিক করল, সব কিছুই শীঘ্রই সামনে আসবে বলে আমরা আশা করছি। ঘটনার রহস্যভেদ করতে ধৃতকে জেরা করা হচ্ছে।’’