স্কুলে নিভৃতবাসে শিবির নিয়ে হুগলিতে জটিলতা অব্যাহত। কোথাও সেখানে থাকা পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে স্বাস্থ্যবিধি ভাঙার অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী। কোথাও পরিকাঠামোর অভাবের অভিযোগে প্রশাসনের নির্দেশ ছাড়াই স্কুল থেকে বাড়ি চলে যাচ্ছেন শ্রমিক।
প্রশাসন সূত্রের খবর, শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লকের কানাইপুর উচ্চ বিদ্যালয়ে কিছু পরিযায়ী শ্রমিককে নিভৃতবাসে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই শ্রমিকেরা মাঝেমধ্যেই বাইরে ঘুরছেন। রাস্তায় থুতু ফেলছেন। পুলিশ-প্রশাসনের নজরদারি নেই। এর প্রতিবাদে বিকেলে এলাকাবাসী বিক্ষোভ দেখান। দাবি ওঠে, সেখানে নিভৃতবাস শিবির করা চলবে না। পুলিশ পরিস্থিতি সামলায়।
বিক্ষোভকারীদের মধ্যে তপন গোস্বামী বলেন, ‘‘পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদবকে বিষয়টি জানানোর হলেও ব্যবস্থা নেননি। ঘিঞ্জি এলাকায় কোয়রান্টিন শিবির হওয়ায় আতঙ্কে আছি।’’ প্রধান আচ্ছালালবাবু বলেন, ‘‘কারও যাতে অসুবিধা না হয়, নিশ্চয়ই দেখব।’’