Advertisement
২৪ মে ২০২৪

সিপিএম, তৃণমূলের সংঘর্ষে জখম ৭

সিপিএম পরিচালিত পাণ্ডুয়ার সরাই-তিন্না পঞ্চায়েতের প্রধান দফতরে আসছেন না বেশ কিছু দিন ধরে। এর ফলে, গ্রামোন্নয়নের কাজ থমকে রয়েছে বলে অভিযোগ তুলছিল বিরোধী তৃণমূল। আর এ নিয়েই বৃহস্পতিবার দু’পক্ষের হাতাহাতিতে জখম হলেন সাত জন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবস্থা নিয়ন্ত্রণে আনে।

নিজস্ব সংবাদদাতা
পাণ্ডুয়া শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০১:৫৭
Share: Save:

সিপিএম পরিচালিত পাণ্ডুয়ার সরাই-তিন্না পঞ্চায়েতের প্রধান দফতরে আসছেন না বেশ কিছু দিন ধরে। এর ফলে, গ্রামোন্নয়নের কাজ থমকে রয়েছে বলে অভিযোগ তুলছিল বিরোধী তৃণমূল। আর এ নিয়েই বৃহস্পতিবার দু’পক্ষের হাতাহাতিতে জখম হলেন সাত জন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবস্থা নিয়ন্ত্রণে আনে।

তৃণমূলের অভিয়োগ, পঞ্চায়েতে আর্থিক দুর্নীতি হওয়ায় হিসাব দেওয়ার ভয়ে প্রধান হাজির হচ্ছেন না। অভিযোগ উড়িয়ে প্রধান নারায়ণচন্দ্র দেবনাথের দাবি, ‘‘তৃণমূলের হুমকিতে পঞ্চায়েতে আসছিলাম না। বাড়ি থেকে কাজ করছিলাম। কোন কাজ বন্ধ নেই। কোনও দুর্নীতি হয়নি।’’

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রধান দু’মাস দফতরে হাজির হচ্ছেন না। তাঁর অনুপস্থিতি নিয়ে এ দিন পঞ্চায়েতে বিক্ষোভ দেখায় তৃণমূল। তাদের অভিযোগ, দীর্ঘদিন পঞ্চায়েত বোর্ডের কোনও বৈঠক হয় না। যখনই বৈঠক ডাকার সিদ্ধান্ত হয়, ততবারই কোনও ভাবে বানচাল করে দেওয়া হয়। এ দিনও বোর্ডের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শুরুর আগেই প্রধানের অনুপস্থিতি নিয়ে দু’পক্ষের বচসা থেকে হাতাহাতি বাধে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য প্রতিমা হালদারের অভিযোগ, প্রধান নিজের ইচ্ছামতো কাজ করতেন। হঠাৎ করে পঞ্চায়েতে আসাও বন্ধ করে দেন। উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pandua trinamool tmc cpm clash
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE