Advertisement
০২ মে ২০২৪
CAA

আগে সিএএ সমর্থন করুক, তার পর ভাবব, তৃণমূলকে বার্তা শান্তনুর

মতুয়া মহাসঙ্ঘের সংঘাধিপতি শান্তনু সোমবার বলেন, ‘‘আমি সিএএ-এর পক্ষে। সিএএ লোকসভায় ভোট দিয়ে পাশ করিয়েছি।

শান্তনু ঠাকুর। নিজস্ব চিত্।

শান্তনু ঠাকুর। নিজস্ব চিত্।

নিজস্ব সংবাদদাতা
চুঁচুড়া শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ২২:২২
Share: Save:

বিজেপি-তে থেকেও তিনি দলের বিরুদ্ধে সরব। আবার তৃণমূল তাঁকে বেশ কিছু দিন ধরে স্বাগত জানাচ্ছে। কিন্তু বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর কী করবেন, তা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি এত দিন। সোমবার চুঁচু্ড়া সুকান্তনগর ফুটবল মাঠে মতুয়া মহাসঙ্ঘের জনসভায় শান্তনু জানালেন, তিনি সিএএ-র পক্ষে।

মতুয়া মহাসঙ্ঘের সংঘাধিপতি শান্তনু সোমবার বলেন, ‘‘আমি সিএএ-এর পক্ষে। সিএএ লোকসভায় ভোট দিয়ে পাশ করিয়েছি। যারা সিএএ সমর্থনই করছে না তারা কী করে আমাকে চাইছে?’’ এর পরেই শান্তনু বলেন, ‘‘একটা বিষয় পরিষ্কার হওয়া উচিত। ১৯৭১ সালের পরে যাঁরা ভারতে এসেছেন তাঁদের যাতে নাগরিকত্ব দেওয়া যায় তার জন্য আমি ওই আইনের পক্ষে। ’৭১ সালের পরে আসা মানুষের জন্য আন্দোলন করছি। যারা এটা সমর্থনই করছে না সেখানে যাওয়ার প্রশ্ন আসে কী করে!’’ নাম না করে তৃণমূলের উদ্দেশে তাঁর বার্তা, ‘‘সিএএ-এর বিরোধিতা যারা করছে সেখানে আমি যাব কী করে। আগে ওরা বলুক সিএএ সমর্থন করছে। তার পর আমরা দেখছি কী করা যায়। আগে সিএএ সমর্থন করুক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CAA NRC TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE