এই গাড়ি থেকেই ছিনতাই হয়। —নিজস্ব চিত্র।
প্রকাশ্যে দিনের বেলা মুম্বই রোডে গরু ব্যবসায়ীদের গাড়ি ধাওয়া করে এবং চালককে মারধর করে লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে পালাল একদল দুষ্কৃতী। সোমবার উলুবেড়িয়ার জেলেপাড়ায় ওই ঘটনায় ফের জাতীয় সড়কে ছিনতাই শুরু হল কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বাসিন্দারা। কেননা, এক সময়ে এই সড়কে মূলত বাগনান এবং উলুবেড়িয়া এলাকায় ছিনতাই হত। তবে, তা হত রাতে।
জেলা পুলিশ কর্তাদের দাবি, এ দিনের ছিনতাই বিচ্ছিন্ন ঘটনা। দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। রাতে ফের মুম্বই রোডে পুলিশের নজরদারি বাড়ানো হবে বলেও তাঁরা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোর ৪টে নাগাদ স্বরূপনগর থেকে জনা তিনেক ব্যবসায়ী গরু কেনার জন্য একটি গাড়িতে উলুবেড়িয়ার বীরশিবপুর রওনা হন। ধুলাগড় টোলপ্লাজা পার হওয়ার পর দুষ্কৃতীদের গাড়িটি ব্যবসায়ীদের গাড়িটিকে অনুসরণ করতে থাকে। জোড়া কলতলার কাছে দুষ্কৃতীদের গাড়িটি ব্যবসায়ীদের গাড়ির পাশে চলে আসে। ব্যবসায়ীরা জানান, আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুষ্কৃতীরা তাঁদের গাড়িটি থামাতে বলে। কিন্তু তাঁরা দুষ্কৃতীদের কথা শোনেননি। কয়েক মিনিট পরেই জেলেপাড়ার কাছে এসে ব্যবসায়ীরা গাড়িটি ঘুরিয়ে নিয়ে গ্রামের ভিতরের দিকে ঢুকে যাওয়ার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে দুষ্কৃতীদের গাড়িটি ব্যবসায়ীদের গাড়ির সামনে এসে আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে যায়।
আগ্নেয়াস্ত্র এবং ভোজালি হাতে নিয়ে দুষ্কৃতীরা গাড়ি থেকে নেমে আসে। ব্যবসায়ীদের গাড়ির চালককে মারধর করে তাঁর কাছ থেকে গাড়ির চাবি কেড়ে নেয়। একজন ব্যবসায়ীর হাত থেকে টাকার ব্যাগ কেড়ে নেয় তারা। বাকি দুই ব্যবসায়ী গাড়ি থেকে নেমে গ্রামের দিকে ছুটে যান। তাঁদের চিৎকার শুনে দুষ্কৃতীরা গাড়িতে উঠে মুম্বই রোড ধরে কোলাঘাটের দিকে চম্পট দেয়। ব্যবসায়ীদের চিৎকারে গ্রামবাসীরা চলে আসেন। কিন্তু দুষ্কৃতীরা গাড়ির চাবি নিয়্ েচলে যাওয়ায় ব্যবসায়ীরা আর দুষ্কৃতীদের গাড়িটিকে ধাওয়া করতে পারেননি। ঘটনাস্থলে পুলিশ আসে। স্থানীয় একটি গ্যারাজ থেকে মিস্ত্রি এনে গাড়ির চাবি তৈরি করে তাতে চড়ে থানায় গিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের মধ্যে আব্দুল রহমান বলেন, “অনেক বছর ধরে আমরা এই ভাবে যাতায়াত করছি। এমন অভিজ্ঞতা কোনও দিন হয়নি।” তাঁদের গাড়ির চালক মুজিবর সর্দার বলেন, “দুষ্কৃতীদের গাড়িটা আমাদের গাড়িকে চাপার চেষ্টা করছিল। ওরা আগ্নেয়াস্ত্র দেখানোর পরেই নিরুপায় হয়ে আমি জেলেপাড়ার কাছে গাড়িটি ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করলে ওরা পথ আটকায়।”
বছর খানেক আগেও বাগনান এবং উলুবেড়িয়ায় মুম্বই রোডের বিভিন্ন এলাকায় ছিনতাই ছিল জলভাত। পেট্রোল পাম্প থেকে টাকা ছিনিয়ে নেওয়া থেকে শুরু করে মহিলাদের হার ছিনতাই, সাধারণ মানুষের কাছ থেকে মোবাইল ফোন বা টাকাকড়ি কেড়ে নেওয়ার ঘটনাও প্রায়ই ঘটত। পরবর্তী কালে পুলিশের কড়া নজরদারির ফলে রাতের ছিনতাই অনেকটাই কমে। কিন্তু এ বার ছিনতাইয়ের ঘটনা ঘটল সকালেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy